Advertisement
Advertisement

Breaking News

Haldia Student Death

পিকনিকে গিয়ে কলেজ ছাত্রের রহস্যমৃত্যু, বন্ধুর বাড়ির নিচে পড়ে রক্তাক্ত দেহ

৭ জন বন্ধুকে আটক করেছে পুলিশ।

ITI student's mysterious death sparks row in Haldia | Sangbad Pratidin

মৃত ছাত্র সৌমেন দাস। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:January 10, 2024 5:07 pm
  • Updated:January 10, 2024 8:38 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: বন্ধুর বাড়িতে পিকনিকে গিয়ে কলেজ ছাত্রের রহস্যমৃত্যু। বন্ধুর বাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার এই ঘটনায় তাঁর ৭ জন বন্ধুকে আটক করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তাঁরা তদন্তও শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রের নাম সৌমেন দাস। বয়স ২১। বাড়ি হলদিয়ার দেভোগ গ্রামে। কাঁথির আইটিআই কলেজের ছাত্র ছিলেন সৌমেন। হলদিয়ার গান্ধীনগর এলাকায় চারতলা একটি বিল্ডিংয়ে কলেজের বেশকিছু ছাত্র ভাড়ায় থাকতেন। মঙ্গলবার রাতে সেখানেই পিকনিকের আয়োজন করা হয়েছিল। কয়েক জন বন্ধুর সঙ্গে সেখানে এসেছিলেন সৌমেন।

Advertisement

[আরও পড়ুন: কীভাবে শ্বাসরোধ করে ৪ বছরের ছেলেকে খুন করেন সূচনা? জানাল ময়নাতদন্তের রিপোর্ট]

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সাড়ে নটা থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শুরু করতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে সৌমেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সৌমেনের ৭ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তও শুরু করেছে তারা।

[আরও পড়ুন: শুভেন্দুর পাশে সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান! ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement