Advertisement
Advertisement

Breaking News

নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

বঙ্গোপসাগরের নিম্নচাপে কারণে শীতেও বৃষ্টির ভ্রুকুটি।

It may rain form thursday in kolkata and south bengal, say weather office

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2017 3:12 am
  • Updated:September 20, 2019 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শীতের শহরেও ফের বৃষ্টির ভ্রূকুটি। সৌজন্যে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে নিম্নচাপ। সেটি ক্রমশই শক্তি সঞ্চয় করছে। ফলে আগামী তিন-চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকেই নামতে পারে বৃষ্টি। তবে দিনের তাপমাত্রার তেমন হেরফের না হলেও, রাতের দিকে বাড়বে তাপমাত্রা।

[আলুতে দেদারে মিশছে বিষাক্ত রং, বুঝবেন কীভাবে?]

Advertisement

এ বছর প্রকৃতি খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা। বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই উৎসব পালন করেছে বাঙালি। অসময়ের বৃষ্টিতে বেড়েছে রোগের প্রার্দুভাব। দীর্ঘ অপেক্ষার  পর সবেমাত্র জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। কিন্তু, তাতেও রেহাই মিলছে কই! বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এবার শীতকালেও বৃষ্টির সম্ভাবনা। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ক্রমশই শক্তিশালী হচ্ছে নিম্নচাপরেখা।বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করবে। আগামী তিন-চার দিন আকাশ মেঘলাই থাকবে। আর বৃষ্টি?  আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টিও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। ফলে দিনের তাপমাত্রা মোটের উপর স্বাভাবিক থাকলেও, রাতের দিকে তাপমাত্রা বাড়বে। তাই শীতের দফারফার হওয়ার সম্ভবনা যে ষোলা আনা, তা বলাই যায়।

[রসগোল্লার পর এবার স্বীকৃতি চাই ফুলবাড়ির লালমোহন, বেলাকোবার চমচমের]

প্রসঙ্গত, খাতায়-কলমে অক্টোবরে গোড়ায় রাজ্য থেকে বিদায় নেয় বর্ষা। কিন্তু, এবার পুজো পড়েছিল সেপ্টেম্বরেও। তাই পুজোয় বৃষ্টির আশঙ্কা ছিলই। বৃষ্টি হয়েওছে। কিন্তু, লক্ষ্মীপুজো, কালীপুজো, এমনকী, ভাইফোঁটায়ও বৃষ্টির পূর্বাভাস ছিল। অসময়ের বৃষ্টিতে যেমন মশাবাহিত রোগের প্রার্দুভাব বেড়েছে, তেমনি হেমন্তে বাতাসে ‘হিমেল পরশ’ও  মালুম হয়নি। তবে সময়ের আগেই এসে হাজির হয়েছিল শীত। শীতের আমেজ চেটেপুটে উপভোগও করছে শহরবাসী। কিন্তু, তাও দীর্ঘস্থায়ী হল না। ডিসেম্বরে শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

[জিআই ট্যাগ পেতে চলেছে মহিষাদলের বিখ্যাত গয়না বড়ি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement