শংকরকুমার রায়, রায়গঞ্জ: মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা৷ লোহার রড দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের শান্তিনগরের ঘটনা৷ এই ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত যুবক আপাতত এলাকাছাড়া৷ আক্রান্ত ওই ব্যক্তির মাথায় পাঁচটি সেলাই পড়েছে৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
ইসলামপুরের শান্তিনগরের বাসিন্দা আক্রান্ত ওই ব্যক্তির একটি মেয়ে রয়েছে৷ স্থানীয় স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সে৷ অভিযোগ, প্রায় তিন বছর ধরে রাখাল সরকার নামে এক যুবক তাঁর মেয়েকে প্রেম প্রস্তাব দিচ্ছে৷ রাজি না হওয়ায় নানাভাবে উত্যক্ত করছে সে৷ রাখালের অত্যাচারে স্কুলেও যেতে চায় না ওই কিশোরী৷ পেশায় দন্ত চিকিৎসক ওই ব্যক্তি শুক্রবার রাতে চেম্বার বন্ধ করে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, বাড়ির সামনেই রাখাল দাস ঘাপটি মেরে বসেছিল৷ দরজা খুলতে বেরলেই কিশোরীকে আবারও উত্যক্ত করে সে৷ তাতে বাধা দিতে যান কিশোরীর বাবা৷ এরপরই রাখাল কিশোরীর বাবার উপর চড়াও হয়৷ অভিযোগ, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে সে৷ আঘাত পেয়ে কিশোরীর বাবা অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ রক্তাক্ত অবস্থায় কিশোরীর বাবাকে উদ্ধার করেন তাঁরা৷ ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরীর বাবাকে৷ মাথায় পাঁচটি সেলাই পড়েছে তাঁর৷ আপাতত ওই হাসপাতালেই ভরতি রয়েছেন তিনি৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
শুক্রবার রাতে ঘটনাস্থলে প্রতিবেশীরা জড়ো হয়ে যাওয়ার পরই প্রাণ বাঁচাতে চম্পট দেয় রাখাল৷ শনিবার সকালেও এলাকায় দেখা যায়নি তাকে৷ ইসলামপুর থানায় রাখালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ এখনও কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ রাখালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.