Advertisement
Advertisement

জোড়া বন্‌ধে বেসামাল ইসলামপুর, ব্যবসায়ী ধর্মঘটে নাকাল বাসিন্দারা

এলাকায় চলছে পুলিশি টহল৷

Islampur businessman strike humiliation residents
Published by: Kumaresh Halder
  • Posted:September 27, 2018 12:47 pm
  • Updated:September 27, 2018 12:47 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া বন্‌ধে কার্যত অবরুদ্ধ ইসলামপুর৷ ভয়ে সিঁটিয়ে স্থানীয় বাসিন্দারা৷ বুধবার দোকান ভাঙচুরের অভিযোগে ব্যবসায়ী সমিতির ডাকা বন্‌ধে থমকে জনজীবন৷ আজ, বৃহস্পতিবার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানানো হলেও সুনসান গোটা ইসলামপুর৷ থমথমে গোটা এলাকা৷ অশান্তির ভয়ে কার্যত গৃহবন্দি অবস্থা স্থানীয়দের৷ এলাকায় পুলিশি টহল চললেও শ্রীকৃষ্ণপল্লি ও কলেজ মোড়ে এখনও আতঙ্ক গ্রাস করে রেখেছে স্থানীয়দের মধ্যে৷

[বনধে দোকান খোলার ‘অপরাধ’-এ খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি]

বুধবার বিজেপির ডাকা বাংলা বন্‌ধে উত্তাল হয়ে ওঠে ইসলামপুর৷ আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাসে৷ গাড়ির টায়ারে আগুন লাগিয়ে চলে বিজেপি কর্মীদের তাণ্ডব৷ এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার হন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার-সহ অন্তত ৫০০ বন্‌ধ সমর্থক৷ বন্‌ধ ভেঙে ইসলামপুরে সভা করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শাসকদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ইসলামপুর শহরে বন্ধ দোকানে ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে৷ ওই ঘটনার প্রতিবাদে বিধায়ককে ঘেরাও করে চলে বিক্ষোভ৷ আজ, বৃহস্পতিবার ইসলামপুরে ব্যবসা বন্‌ধের ডাক দিয়েছে জয়েন্ট কমিটি অব মার্চেন্ট অ্যাসোসিয়েশন৷ ব্যবসায়ীদের বন্‌ধকে কেন্দ্র করে এদিনও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরপর দুদিন দোকানপাট বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যার মুখোমুখি হয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ একদিকে অশান্তির আতঙ্ক অন্যদিকে জমানো খাবারে টান পড়ায় বিপাকে পড়েছেন এলাকার বহু মানুষ৷ টানা দু’দিন কাজ বন্ধ থাকায় পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে ‘দিন আনা দিন খাওয়া’ পরিবারগুলিকে৷

Advertisement

[উত্তাল হতে পারে বাংলা উপকূল, জারি সতর্কতা]

এদিনের এই ঘটনা প্রসঙ্গে ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, “তৃণমূল কখনওই বন্‌ধ-অবরোধ-ভাঙচুরের ঘটনায় মদত দেয় না৷ এটা তৃণমূলের সংস্কৃতিও নয়৷’’ বুধবার দোকান ভাঙচুরের ঘটনায় তৃণমূল কোনওভাবে যুক্ত ছিল না বলেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক৷ তবে, বিধায়কের তরফে হামলার দায় অস্বীকার করা হলেও মানতে নারাজ জয়েন্ট কমিটি অব মার্চেন্ট অ্যাসোসিয়েশন৷ তাদের দাবি, বন্‌ধের দিনে বাজার বন্ধ থাকায় এই হামলা হয়েছে৷

[ইসলামপুরে ঘাঁটি গেড়েছে জামাত-সিমি, বিস্ফোরক দিলীপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement