অর্ণব আইচ: আইএস-এ যোগ দিতে রাজি রাজ্যের অন্তত ২৫ জন ছাত্র৷ চাকরির টোপ দিয়ে তাদের মধ্যপ্রাচ্য হয়ে সিরিয়ায় নিয়ে যাওয়ার ছক কষেছে আইএস৷ এমনকী, তৈরি তাদের পাসপোর্টও৷ একইসঙ্গে রাজ্যের প্রায় ৩০০ জন তরুণ ইন্টারনেটে যোগাযোগ রাখছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে৷ সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে৷
প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জেনেছেন, এই পুরো চক্রের ‘নাটের গুরু’ বাংলাদেশের আইএস নেতা আনোয়ার৷ আনোয়ারের সঙ্গেই যে এখানকার তরুণরা যোগাযোগ করছে, সেই বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা৷ কয়েক মাস আগে আইএস-এর হয়ে প্রচার ও নাশকতার ছক করার অভিযোগে দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আশিককে গ্রেফতার করার পর এনআইএ জানতে পারে যে, এই রাজ্যের বহু তরুণের মগজধোলাই করছে আইএস জঙ্গিরা৷
সেই সূত্র ধরেই কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিম তদন্ত শুরু করে৷ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আইএস-এর মূল ‘টার্গেট’ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররাই৷ তাদের মধ্যে কিছু বিই-র ছাত্রও আছে৷ যদিও বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পড়ছে, এমন ছাত্রদেরই বেছে নিচ্ছে বাংলাদেশের আইএস নেতারা৷ প্রায় এক ডজন অ্যাপসের সন্ধান মিলেছে, যার মাধ্যমে এই দেশের আইএস যুবক ও তরুণদের সঙ্গে আইএস যোগাযোগ রাখছে৷
যে ৩০০ জন ছাত্র আইএস-এর সঙ্গে যোগাযোগ করছে বলে খবর, তাদের মধ্যে বড় অংশ নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম জেলার বাসিন্দা৷ কলকাতার আশপাশের অঞ্চলের বাসিন্দা কিছু ছাত্রও আইএস-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে৷ এ ছাড়াও খড়গপুরে কয়েকজন ছাত্রের সন্ধানও পেয়েছেন গোয়েন্দারা৷
সম্প্রতি এই তথ্যও গোয়েন্দাদের কাছে আসে যে, আনোয়ার বিভিন্ন জেলার অন্তত ২৫ জন যুবককে আইএস-এ যোগ দেওয়ার বিষয়ে রাজি করিয়ে ফেলেছে৷ তারা সিরিয়ায় যাওয়ার জন্য তৈরিও হয়েছে৷ আনোয়ার ও বাংলাদেশের আইএস জঙ্গিরাই তাদের সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করছে৷ আপাতত তাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি জায়গায় ‘চাকরি’র ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ আনোয়ারের নির্দেশে তারা পাসপোর্টও তৈরি করেছে৷ ওই চাকরির কাগজপত্র থাকার ফলে তাদের ভিসা পেতেও অসুবিধা হবে না৷ আবার কোনও ক্ষেত্রে অসুবিধা হলে ওই তরুণদের বাংলাদেশ হয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোরও ব্যবস্থা করা হচ্ছে৷ মধ্যপ্রাচ্যের কয়েকটি শহরে তাদের থাকার ব্যবস্থাও করে দিচ্ছে আনোয়ার৷
সেখান থেকেই তাদের সিরিয়ায় পাঠানোর ছক কষা হয়েছে৷ গোয়েন্দাদের কাছে এই খবর আসার পর তাঁরা ওই তরুণদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে৷ আইএস-এর খপ্পরে পড়ার আগেই তাদের রোখার চেষ্টা করা হচ্ছে৷ ওই তরুণদের মাধ্যমে আনোয়ারের গতিবিধিও জানার চেষ্টা করা হচ্ছে৷ বাংলাদেশে থেকে কলকাতা বা এই রাজ্যের কোথাও এসে আইএস জঙ্গিরা তরুণদের সঙ্গে যোগাযোগ করছে কি না, তা-ও জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.