Advertisement
Advertisement

গঙ্গার উপর সুতোয় ঝুলছে ঈশ্বর গুপ্ত সেতু, শঙ্কিত প্রশাসন

বালি মাফিয়াদের দৌরাত্ম্যেই সেতুর পিলারের তলা থেকে সরে যাচ্ছে মাটি৷

Ishwar Gupta Setu is leaning dangerously over the river ganges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 1:56 pm
  • Updated:December 17, 2016 1:56 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: গঙ্গার উপর সুতোর মতো ঝুলছে ঈশ্বর গুপ্ত সেতু৷ যার ভবিষ্যত্‍ নিয়ে শঙ্কিত জেলা প্রশাসন৷ শনিবার সকাল থেকে সেই সেতুর একটি পিলার মাটিতে বসে গিয়ে উঁচু হয়ে গেল একটি গার্ডার৷ যার জেরে বন্ধ করে দিতে হল হুগলির বাঁশবেড়িয়া ও কল্যাণীর মধ্যে যোগাযোগরক্ষাকারী এই সেতুকে৷ ঘটনাস্থলে গিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷

সকাল সাড়ে ছ’টা নাগাদ এক লরি চালকের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারেন সেতুর টোল প্লাজার কর্মীরা৷ দ্রূত তাঁরা খবর পেয়ে মাঝ গঙ্গার উপর ওই সেতুর গার্ডারটি পরীক্ষা করতে যান৷ তাঁরা দেখেন সেতুর নির্দিষ্টি উচ্চতার চেয়ে ওই গার্ডারের একটি অংশ প্রায় দেড় থেকে দু’ ইঞ্চি উচু হয়ে গিয়েছে৷ মালবোঝাই গাড়ির চাপে তা ক্রমশ বাড়ছে৷ গার্ডারের অপর দিক একই সঙ্গে বসে যেতে থাকে৷ এরই সঙ্গে হেলে গিয়েছে গার্ডারের একাংশ৷ এরপর তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই সেতুর যান চলাচল৷ খবর দেওয়া হয় কল্যাণী থানা ও হুগলির মগরা থানার পুলিশকে৷ টোলকর্মীরা জানিয়েছেন, এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি পূর্ত দফতর৷ খবর দেওয়া হয় তাদেরও৷ টোলকর্মীরা জানিয়েছেন, যেভাবে সেতুর মাঝবরাবর উচুঁ হয়ে গিয়েছে তাতে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত৷ সেই আশঙ্কা থেকেই ঈশ্বর গুপ্ত সেতুর উপর যান চলাচল বন্ধ করা হয়৷

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন হুগলি পূর্ত দফতরের কর্মী ও ইঞ্জিনিয়াররা৷ তাঁরা খতিয়ে দেখেন, ঠিক কী কারণে সেতুর গার্ডার উঁচু হয়ে গিয়েছে৷ ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান, গঙ্গাবক্ষে সেতুর যে পিলার রয়েছে সেই মাঝের পিলারের তলা থেকে কোনও কারণে মাটি সরে গিয়েই এই বিপত্তি হয়েছে৷ জেলা প্রশাসন সূত্রে খবর, ১৯৮৯ সালে এই সেতুটির উদ্বোধন করেন তত্কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু৷ এরপর থেকে এই সেতুর দেখভালের দায়িত্ব ছিল জেলা পূর্ত দফতরের উপর৷ কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৭ বছরের একটি সেতুর সেভাবে রক্ষণাবেক্ষণের কাজই হয়নি৷ জেলা প্রশাসনের উদাসীনতার জেরেই আজ সেতুর এই হাল৷ যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, গঙ্গায় অবৈধভাবে প্রতিদিনই চলে বালি তোলার কাজ৷ বালি মাফিয়াদের দৌরাত্ম্যেই সেতুর পিলারের তলা থেকে সরে যাচ্ছে মাটি৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ এই সেতু৷ বাসিন্দাদের আশঙ্কা, এই সেতু মেরামত হলেও ভয় থাকবে যাতায়াতের সময়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement