Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

অভিষেকের অসুস্থতা নিয়ে কটাক্ষ কেন? সরব নওশাদ, তবে প্রশ্ন তুললেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে

অভিষেকের হয়ে সুর চড়ালেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না আইএসএফ বিধায়ক।

ISF MLA Nawshad Siddiqui opens up over Abhishek Banerjee's treatment | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 23, 2022 2:41 pm
  • Updated:October 23, 2022 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের অস্ত্রোপচার করতে আমেরিকা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তা নিয়ে নানা মহলে নানারকম সমালোচনা চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় অভিষেকের হয়ে সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিক। বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে অসৌজন্যমূলক কথাবার্তা চলছে, আমাদের সৌজন্যবোধ বজায় রাখতে হবে।” যদিও এর পাশাপাশি ইঙ্গিতে তৃণমূলকে বিঁধেওছেন তিনি।

রবিবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। লেখেন, “তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এই নিয়ে নানাজনে নানান ধরণের টিপ্পনী, ব্যঙ্গ করছেন। আমরা মনে করি এটি সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে।” এপ্রসঙ্গে বলতে গিয়ে বাম নেতা গৌতম দেব ও তাঁর অসুস্থতার প্রসঙ্গও টেনে আনেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের টানে বাংলাদেশে মিশরের তরুণী! আনন্দের জোয়ারে ভাসল পরিবার]

এরপরই কৌশলে রাজ্য সরকারকে আক্রমণ করেন নওশাদ। লেখেন, “আমরা অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করে বলতে পারি যে, এইরকম আধুনিক চোখের চিকিৎসা পশ্চিমবঙ্গে করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিক। এই রাজ্যের গরীব-গুর্বো, আদিবাসী, দলিত, তফসিলিরা তো কাড়ি কাড়ি টাকা খরচ করে মার্কিন মুলুকে চিকিৎসা করাতে যেতে পারবেন না।” রাজ্যের হাসপাতালগুলির অব্যবস্থার কথাও এদিনের পোস্টে তুলে ধরেন নওশাদ। শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো নিয়েও এদিন কথা বলেন নওশাদ। বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) অনুরোধ করব, হাসপাতাল আর মেডিক্যাল কলেজের বাইরে নীল-সাদা রং আর বড় বড় গেট ও বিল্ডিং তৈরি করে দিলে হবে না। চিকিৎসা গবেষণার মানোন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ান। এই ব্যবস্থা না করে মেলা, উৎসবে মেতে থাকলে রাজ্য রসাতলে যাবে।”

 

[আরও পড়ুন: বাগডোগরায় চা বাগানের জলাশয়ে নাকানিচোবানি চিতাবাঘের! বহু চেষ্টাতেও হল না প্রাণরক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement