সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জয়নগরের পর পুরুলিয়া। ফের পুলিশি বাধার মুখে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুরুলিয়ার আঘরপুরে তাঁর গাড়ি আটকায় পুলিশ। তার পরই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। গন্তব্যে পৌঁছতে না দেওয়া পর্যন্ত রাস্তায় বসে থাকবেন বলেই জানান তিনি।
নির্দিষ্ট সময়ে রূপসী বাংলা এক্সপ্রেসে চড়ে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেন আইএসএফ বিধায়ক। গন্তব্যে পৌঁছনোর কিছুক্ষণ আগে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়া হয়। আইএসএফ বিধায়ক জানান, “বি ওয়ান কামরায় পাথর ছোড়া হয়েছে। আমি ছিলাম সি ওয়ানে। তাই কোনও চোটাঘাত লাগেনি।” সকাল ১১টা ৫০ মিনিটে পুরুলিয়া স্টেশনে পৌঁছে আমজনতার সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক।
এদিন পুরুলিয়ায় দুটি কর্মসূচি রয়েছে নওশাদের। টুরগা-জল বিদ্যুৎ প্রকল্প এবং আঘরপুর ইন্ডাস্ট্রিয়াল হাবে যাওয়ার কথা। তবে আঘরপরে পুলিশি বাধার মুখে পড়েন। মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে পড়েন বিধায়ক। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। উল্লেখ্য, গতকাল রাজনৈতিক হিংসাবিধ্বস্ত জয়নগরে যাওয়ার কথা ছিল তাঁর। সেখানেও পুলিশি বাধার মুখে পড়েন। তার রেশ কাটতে না কাটতে ফের পুলিশের বাধার মুখে পড়লেন নওশাদ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.