Advertisement
Advertisement
ISF

ফের নিজের গড়েই ধাক্কা নওশাদ সিদ্দিকির! ভাঙড়ে ISF ছেড়ে তৃণমূলে বহু নেতাকর্মী

তৃণমূলে উন্নয়নে শামিল হতেই দলবদল, দাবি প্রাক্তন ISF নেতার।

ISF leader and worker joins TMC in Bhangar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 3, 2023 12:24 pm
  • Updated:December 3, 2023 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিজের গড়েই ধাক্কা খেলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে আবারও ভাঙন ধরল আইএসএফে। এবার দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের বুথ সভাপতি-সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মী দলবদল করেছেন। যদিও দলে ভাঙনের তত্ত্ব মানতে নারাজ আইএসএফ। তাঁদের দাবি, নিজেদের লোককেই ISF সাজিয়ে দলে যোগদান করিয়েছে তৃণমূল। যদিও তাঁদের দাবিকে আমল দিতে নারাজ ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম-সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের হাত ধরে তাঁরা ঘাসফুল শিবিরে যোগ দেন। দলবদলের পর এলাকায় একটা মিছিলও বের করেন তাঁরা। দলবদল করা নেতা-কর্মীরা জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে কাজ করছে তৃণমূল। সেই কর্মযজ্ঞে শামিল হতেই এবার তৃণমূলে যোগ দিলেন।

Advertisement

[আরও পড়ুন: মানসিক অবসাদের জের! বাইপাসের ধারে আত্মঘাতী বৃদ্ধ]

তৃণমূল নেতা খাইরুল ইসলাম জানিয়েছেন রাজ্যের শাসকদলের উন্নয়নমূলক কাজের জন্যই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ওঁরা। যদিও ভগবান অঞ্চল আইএসেফ নেতা বাবুসোনা মোল্লা বলেন, ওঁরা নিজেদের লোককে সাজিয়ে যোগদান করিয়েছে। আমাদের কোনও লোক তৃণমূলে যোগ দেয়নি। এই যোগদান নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় অবজার্ভার শওকত মোল্লা জানান, “শুধু ভগবানপুর নয় ভাঙরের সর্বত্রই আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করছে। বিধানসভা ভোটে যাঁরা ভুল বুঝে আইএসএফ করেছিল তাঁরা এখন তৃণমূলে যোগদান করছে। যা আগামিদিনে এলাকায় তৃণমূলকে অনেক বেশি শক্তিশালী করবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement