Advertisement
Advertisement
ISF

বসিরহাটের আইএসএফ প্রার্থী বদল, লড়বেন কে?

পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা।

ISF changes Basirhat lok sabha candidate
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 4, 2024 8:43 pm
  • Updated:April 4, 2024 8:43 pm

গোবিন্দ রায়, বসিরহাট: বসিরহাটের আইএসএফের (ISF) প্রার্থী বদল। পারিবারিক কারণে সরে দাঁড়ালেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। তাঁর জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলি বিশ্বাস।

শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তৃণমূল ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি ৪০ টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। বাম-কংগ্রেস ও আইএসএফ অনেকটাই পিছিয়ে। কারণ, জোট জট। এসবের আরও ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করল নওশাদের আইএসএফ। সেই সঙ্গে বদল করা হল বসিরহাটের আইএসএফ প্রার্থীকে। এদিন সাংবাদিক বৈঠকে আইএসএফের তরফে জানানো হয়, বসিরহাটে আগে যাকে প্রার্থী করা হয়েছিল অর্থাৎ মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন পারিবারিক কারণে।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয় দফায় আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ, ডায়মন্ড হারবারে প্রার্থী নন নওশাদ]

জানা গিয়েছে, বসিরহাট থেকে আইএসএফের হয়ে লড়বেন আক্তার আলি বিশ্বাস। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। বয়স ৩২ বছর। বারাসতের বাসিন্দা ওই যুবক। প্রসঙ্গত, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বিজেপির হয়ে লড়বেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র। তাঁদের আদৌ টেক্কা দিতে পারবেন আক্তার আলি বিশ্বাস? উত্তর মিলবে ভোটের ফলে।

[আরও পড়ুন: নেশাই কাড়ল প্রাণ! সকাল থেকে রেললাইনে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ বন্ধুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement