গোবিন্দ রায়, বসিরহাট: বসিরহাটের আইএসএফের (ISF) প্রার্থী বদল। পারিবারিক কারণে সরে দাঁড়ালেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা। তাঁর জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলি বিশ্বাস।
শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তৃণমূল ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি ৪০ টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। বাম-কংগ্রেস ও আইএসএফ অনেকটাই পিছিয়ে। কারণ, জোট জট। এসবের আরও ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করল নওশাদের আইএসএফ। সেই সঙ্গে বদল করা হল বসিরহাটের আইএসএফ প্রার্থীকে। এদিন সাংবাদিক বৈঠকে আইএসএফের তরফে জানানো হয়, বসিরহাটে আগে যাকে প্রার্থী করা হয়েছিল অর্থাৎ মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন পারিবারিক কারণে।
জানা গিয়েছে, বসিরহাট থেকে আইএসএফের হয়ে লড়বেন আক্তার আলি বিশ্বাস। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। বয়স ৩২ বছর। বারাসতের বাসিন্দা ওই যুবক। প্রসঙ্গত, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বিজেপির হয়ে লড়বেন সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্র। তাঁদের আদৌ টেক্কা দিতে পারবেন আক্তার আলি বিশ্বাস? উত্তর মিলবে ভোটের ফলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.