সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি পর্যন্ত ফেরানো হোক পাস-ফেল প্রথা। কিছুদিন আগেও কেন্দ্রের কাছে এমনই দাবি জানিয়েছিল রাজ্য সরকার। বাংলার এই আবেদনে সায় ছিল আরও ২৫টি রাজ্যের। এতদিনে সে কথায় আমল দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কলকাতায় এসে মন্ত্রকের সচিব ইঙ্গিত দিলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল প্রথা।
[আগামী বছর বিদ্যুৎহীন থাকবে না দেশের কোনও গ্রাম, ঘোষণা মোদির]
এদিন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব জানান, অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল প্রথা ফিরতেই পারে। তবে ফেলের ক্ষেত্রে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও ছাত্র বা ছাত্রী পরীক্ষায় ফেল করলে তৎক্ষণাৎ তাকে ফেল হিসেবে ঘোষণা না করে আরও তিন মাসের সময় দেওয়া হোক। যাতে সে এই তিন মাস সময় কাজে লাগিয়ে পাশ করতে পারে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নয়া প্রস্তাব। ক্যাট, স্যাটের মতো সারা ভারতের অভিন্ন পরীক্ষার মতো শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব। অবশ্য এই যাবতীয় প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য সরকারকেই দিতে চায় কেন্দ্র। তাই সর্বশেষ সিদ্ধান্ত রাজ্যই নেবে। আর রাজ্য প্রথম থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল প্রথা তুলে দেওয়ার বিরুদ্ধেই সওয়াল করে আসছে।
[চলতি মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ]
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, কোনও প্রস্তাবই লিখিতভাবে মেলেনি। প্রস্তাবগুলি লিখিতভাবে এলে তবেই রাজ্য সরকার এই বিষয়টি খতিয়ে দেখবে। তারপরই আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
[চাকরি বাঁচাতে গণবিবাহে খাবার পরিবেশন করতে হল শিক্ষকদের!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.