Advertisement
Advertisement

Breaking News

BJP

ক্লাসরুমই ‘কমফর্ট জোন’, দলের সঙ্গে কি আরও দূরত্ব বাড়াচ্ছেন বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও?

সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই আলিপুরদুয়ারের বিজেপির অন্দরে শুরু হয়েছে চর্চা।

Is BJP MLA Manoj Kumar Orao further distancing himself from the party?
Published by: Suhrid Das
  • Posted:April 19, 2025 3:54 pm
  • Updated:April 19, 2025 3:54 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: বিজেপির অন্দরে দলীয় কোন্দল কি আরও বাড়ছে? নিজেকে কি আরও রাজনীতির ময়দান থেকে গুঁটিয়ে নিচ্ছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও? বিধায়কের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সেই জল্পনা আরও বাড়ল। ক্লাসরুমের বিজেপি বিধায়ক নিজে পেশায় স্কুল শিক্ষক। ক্লাসরুমে পড়ুয়াদের সঙ্গে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কমফর্ট জোন’। আর সেই পোস্ট ঘিরেই আলিপুরদুয়ারের বিজেপির অন্দরে শুরু হয়েছে চর্চা।

গতকালই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির আগামী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে দিলীপ কতটা আছে? সেই নিয়ে প্রশ্ন রয়েছে। বিজেপির সক্রিয় রাজনীতিতে প্রাক্তন বিজেপি সাংসদকে কতটা পাওয়া যাবে? দল কতটা তাঁকে জায়গা ছাড়বে? সেই নিয়েও সংশয় রয়েছে। সেই জল্পনার মধ্যেই আরও বিতর্ক উসকে দিলেন বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওঁরাও।

Advertisement

বিধায়ক মনোজকুমার ওঁরাও পেশায় তুফানগঞ্জ বিবেকানন্দ হাইস্কুলের শিক্ষক। এদিন তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে পড়ুয়াদের মধ্যে তিনি পড়ানোয় ব্যস্ত। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কমফর্ট জোন’। তাহলে কি বিজেপির রাজনীতি থেকে নিজেকে আরও দূরে সরিয়ে রাখছেন তিনি? অতি সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি পদে মনোনীত হয়েছেন মিঠু দাস। এই পদের দৌড়ে একসময় ছিলেন মনোজকুমার ওঁরাও। মিঠু ও মনোজ দুই শিবিরের বলে রাজনৈতিক মহলের একাংশের মত। নতুন সভাপতি পদে আসীন হওয়ার পরেই খুব একটা সাংগঠনিক কাজকর্মে দেখা যাচ্ছে না বিধায়ককে। ঘনিষ্ঠ মহলের মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রেখেছেন। দলের সঙ্গে কি দূরত্ব আরও বাড়াতে চাইছেন বিধায়ক? আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটে কি তিনি টিকিট পাবেন? সেই জল্পনাও চলছে।

Is BJP MLA Manoj Kumar Orao further distancing himself from the party?
ক্লাসে পড়াচ্ছেন বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করে দলের সব পদ ছেড়েছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও। সূত্রের খবর, জেলা সভাপতি নিয়ে বিরোধের জেরে ফেসবুকে এই পোস্ট। রাজ্য বিজেপি নেতৃত্বের অন্দরে গোষ্ঠীকোন্দল রয়েছে। সেই প্রসঙ্গে বারবার তুলে খোঁচা দেওয়া হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। তাহলে কি সেই কথাই কি সত্য? এদিন বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওঁরাওয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। তিনি এসব জল্পনাতে তিনি কান দিতে চাননি। কোনও বিষয় উদ্দেশ্যে নয়, নিতান্তই সাধারণভাবেই এই পোস্ট করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement