Advertisement
Advertisement
Arjun Singh

তলবে গরহাজির, অর্জুন সিংকে খুঁজতে পুলিশ গেল মজদুর ভবনে

আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি থানায় যেতে পারবেন না। সেই কথা আইনজীবী মারফত চিঠি দিয়ে জানিয়েছেন অর্জুন সিং।

Is Arjun Singh not at home? Police went to Majdur bhawan in Bhatpara

অর্জুন সিংয়ের বাড়ির বাইরে পুলিশ আধিকারিকরা।

Published by: Suhrid Das
  • Posted:December 27, 2024 4:11 pm
  • Updated:December 27, 2024 8:56 pm  

অর্ণব দাস, বারাকপুর: নোটিস পাঠানো হয়েছিল আগেই। এবার বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে গেলেন পুলিশ আধিকারিকরা। শুক্রবার সকালেই বারাকপুর পুলিশ কমিশনারেট ও জগদ্দল থানার পুলিশ হানা দেয় মজদুর ভবনে। আগামী কাল সিআইডিও তাঁকে তলব করেছে বলে খবর। 

আজ শুক্রবার জগদ্দল থানায় বারাকপুরের প্রাক্তন সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এদিন উপস্থিত হননি। অর্জুন সিং বাড়িতে থাকবেন না। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি থানায় যেতে পারবেন না। সেই কথা আইনজীবী মারফত চিঠি দিয়ে পুলিশের কাছে জানিয়েছেন অর্জুন সিং। তারপরেই মজদুর ভবনে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান বলে খবর। বেশ কিছুক্ষণ তাঁরা ওই বাড়িতে থাকেন। তিনি সত্যিই কি বাড়িতে নেই? সেই বিষয় খতিয়ে দেখতেই কি পুলিশ ভাটপাড়ার বাড়িতে গেল? সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

বুধবার ভাটপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। সেখানে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশ থাকার অভিযোগ তোলেন বিজেপি নেতা। এরপরই ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিজেপি নেতাকে তলব করেছিলেন। অর্জুন সিংকে ইমেল মারফত নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়েও নোটিস দেয় জগদ্দল থানার পুলিশ। আজ শুক্রবার তাঁর জগদ্দল থানায় যাওয়ার কথা ছিল। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement