Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

‘পাগলামি করেছে, ঠিক হয়নি’, নিরাপত্তা ভেঙে মাঠে বিরাটের পদস্পর্শ করা ছেলেকে নিয়ে বললেন বাবা

আপাতত ময়দান থানার লকআপে আটক বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা।

IPL 2025: Know the youth who entered into Eden Gardens to touch Virat Kohli's feet
Published by: Sucheta Sengupta
  • Posted:March 23, 2025 9:48 pm
  • Updated:March 24, 2025 8:43 am  

অর্ক দে, বর্ধমান: ক্রিকেটই আবেগ, ক্রিকেটই ধ্যানজ্ঞান। আর সেই টানে বর্ধমান থেকে কলকাতায় ছুটে এসেছিল আইপিএল ম্যাচ দেখতে। আরও নিখুঁতভাবে বললে বলতে হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলোয়াড় বিরাট কোহলির খেলা দেখতে। ক্রিকেটের নন্দনকাননে ‘প্রাণের ঈশ্বর’ বিরাট কোহলিকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারেনি বর্ধমানের সেই আবেগপ্রবণ ছেলেটি। নিরাপত্তার তোয়াক্কা না করে সটান গ্যালারি থেকে মাঠে ঢুকে কোহলির পায়ে ঝাঁপিয়ে পড়ে। এহেন কাজের জন্য আপাতত পুলিশ হেফাজতে বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা। ছেলের এই কাজের নেপথ্যে যে খাঁটি আবেগ ছাড়া আর কিছুই নেই, তা বুঝলেও বাবার বক্তব্য, ”পাগলামি করেছে, ঠিক হয়নি কাজটা।”

ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় কলকাতার অষ্টাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে। আরসিবি বনাম কেকেআর ম্যাচে খেলতে ইডেন গার্ডেন্সে নেমেছিলেন আরসিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাঁকে দেখার জন্য ইডেনে সোনালি-বেগুনি জার্সির মধ্যে বেঙ্গালুরুর জার্সিও নেহাত কম ছিল না। এমন সময়ে দেখা যায়, ম্যাচ চলাকালীন এক যুবক দৌড়ে ঢুকে পড়েছে মাঠে। লক্ষ্য একবার কোহলির পা ছুঁয়ে প্রণাম। সেই লক্ষ্যে সফলও হয়। ভক্তকে এভাবে দেখে বিরাটও বুকে জড়িয়ে ধরেন। তবে নিরাপত্তা ভেঙে এভাবে মাঠে ঢুকে পড়ায় সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আপাতত ময়দান থানার পুলিশ লকআপে আটক রয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই যুবক বর্ধমানের জামালপুরের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। জামালপুরে পরবতপুর হাই স্কুলের ছাত্র সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ৫ বছর বয়স থেকে ক্রিকেট খেলে। ব্যাট-বল-উইকেট-গ্লাভসই তাঁর জগৎ। জেলাস্তরে খেলে ফেলেছে ঋতুপর্ণ। শনিবার সে বাড়িতে জানায়, আইপিএল ম্যাচের টিকিট পেয়েছে, তাই কলকাতায় যাচ্ছে খেলা দেখতে। কৃষি পরিবারটিও তাতে আপত্তি করেনি। কিন্তু ছেলে ইডেনে খেলা দেখতে গিয়ে যে এমন ‘পাগলামি’ করবে, ভাবতেই পারেননি তাঁরা। ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরার কথায়, ”ও আবেগ থেকেই এমন কাজ করে ফেলেছে। তবে পাগলামি করেছে। এটা ঠিক হয়নি।” মা কাকলিদেবীর আবেদন, ”আপনারা ওকে ক্ষমা করে দিন।” পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋতুপর্ণ আপাতত ময়দান থানায় রয়েছে। থানা থেকে ফোন করে পরিবারকে সোমবার কলকাতা এসে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement