রাজকুমার, আলিপুরদুয়ার: বারবিশা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের নাচ কাণ্ডে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক তপন সিনহাকে ফোন করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। টেলিফোনে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চান। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক তপন সিনহা এই কথা জানিয়েছেন। তপন সিনহা বলেন, “মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আমাকে টেলিফোনে বিষয়টি জানতে চেয়েছেন। আমি ওনাকে ঘটনাটা আমার যতটুকু জানা রয়েছে তা আমি জানিয়েছি। ইতিমধ্যেই দুই সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তের কাজ চলছে। তদন্ত সম্পূর্ণ হলে এই বিষয়ে আমি একটি রিপোর্ট কলকাতায় শিক্ষা দপ্তরে পাঠাব”।
উল্লেখ্য, ১৩ আগষ্ট বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলের ছাত্রীদের সঙ্গে হিন্দি গানের তালে নাচতে দেখা যায় স্কুলের শিক্ষিকাদের। রণবীর কাপুর অভিনীত হিন্দি সিনেমার ‘বদতমিজ দিল’ গানের তালে শিক্ষিকাদের এই নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তার পর ভাইরাল এই ভিডিও নিয়ে খবর সম্প্রচারিত করে বিভিন্ন সংবাদমাধ্যম। ভিডিওটি এডিট করে তা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়। কোনও কোনও মিডিয়া সেই এডিটেড ভিডিও নিয়েও খবর করে। আর এতেই ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ শেষে প্রতিবাদের রাস্তায় হাঁটে। রবিবার স্কুলের ছাত্রীদের নিয়ে বারবিশা শহরে মিছিল করে স্কুল কর্তৃপক্ষ।
[আলিপুরদুয়ার নাচকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষা দপ্তর, জেলার সমস্ত স্কুলকে সতর্কবার্তা]
সংবাদমাধ্যমের বিরুদ্ধে স্কুলের কচিকাঁচারা তীব্র ভাষায় আক্রমণ করে। সংবাদমাধ্যমকে দালাল এবং চোর বলেও সমালোচনা করা হয় এই প্রতিবাদ মিছিলে। এই ঘটনায় ফের বিতর্ক তৈরি করে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে এখন গোটা রাজ্যেই আলোচনা চলছে।
[স্কুলে হিন্দি গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ শিক্ষিকাদের, ভাইরাল ভিডিও]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.