Advertisement
Advertisement
Kali Puja 2022

মায়ের প্রিয় শোল, বোয়াল! কালী মাকে খুশি করতে দেবী চৌধুরানীর শ্মশানকালীর ভোগে মাছ নিবেদন

এই মন্দিরে মায়ের পুজো দিয়ে অভিযানে বের হতেন দেবী চৌধুরানী।

Interesting facts about Kali Puja started by Devi Chaudharani | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 19, 2022 8:52 pm
  • Updated:October 19, 2022 8:52 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: শোল, বোয়ালের ভোগ দিয়ে মায়ের পুজো হয় দেবী চৌধুরানী কালী মন্দিরে। শোল মাছ নাকি নিজেও পছন্দ করতেন দেবী চৌধুরানী। আর তিস্তা নদীর বোয়াল মাছও ছিল তাঁর পছন্দের তালিকায়। দেবী চৌধুরানীর পছন্দের সেই শোল, বোয়াল মাছ দিয়ে আজও ভোগ নিবেদন হয় জলপাইগুড়ির গোশালা মোড়ের দেবী চৌধুরানী শ্মশানকালীর মন্দিরে।

জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় দেবী চৌধুরানী মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন ভবানী পাঠক। ভবানী পাঠকের পরে এই মন্দিরের পুরোহিতের তালিকায় নাম উল্লেখ আছে নয়ন কাপালিকের। জানা গিয়েছে, ১৮৯০ সালে নরবলি দেওয়ার অভিয়োগে নয়ন কাপালিকের প্রাণদণ্ড হয়। তারপর থেকেই এই মন্দিরে বন্ধ হয়ে যায় নরবলি প্রথা। তবে কালী পুজোর রাতে আজও পাঠা বলি হয়ে আসছে। প্রাচীন বট পাকুড়ে ঘেরা মন্দির। নিস্তব্ধতায় ঘেরা চারপাশ। দিনের বেলায় একা ঘুরলে ভয়ে কাটা দিয়ে ওঠে শরীর। কথিত আছে, এই মন্দিরে শ্মশান কালী মায়ের পুজো দিয়ে অভিযানে বের হতেন দেবী চৌধুরানী। সঙ্গী ভবানী পাঠক।

Advertisement

[আরও পড়ুন: ‘ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ’, শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা মমতার ]

এখন এই মন্দিরের পুরোহিতের দায়িত্ব সামলাচ্ছেন সুভাষ চৌধুরী। তিনি জানান, “নিত্য পুজোর পাশাপাশি কালী পুজোর রাতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেখানে ডাল, ভাত, তরকারি, পাঁচ রকমের ভাজার পাশাপাশি দেবী চৌধুরানীর প্রিয় শোল, বোয়াল মাছের ভোগ দেওয়া হয় শ্মশান কালীকে। এই বছরও তার ব্যতিক্রম হবেনা। মধ্য রাতে তান্ত্রিক উপাচার মেনে পুজো হবে। ভোররাত পর্যন্ত পুজো চলবে।”

[আরও পড়ুন: ‘অযোগ্য নেতাদের নেতৃত্ব মানা কঠিন’, সুকান্ত মজুমদারকে বেনজির আক্রমণ সৌমিত্রর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement