সম্যক খান মেদিনীপুর: জেলে বসে পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মহত্যার চেষ্টা৷ গুরুতর আহত মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধানাগারের এক বন্দিকে পাঠানো হল কলকাতায়৷ প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা ও নজরদারি৷
[ পঞ্চায়েত অফিসের পিছনে উদ্ধার ডিজিটাল রেশন কার্ড, বাঁকুড়ায় চাঞ্চল্য]
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা বছর কুড়ির নকুল দলুই৷ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধানাগারের বিচারাধীন বন্দি সে৷ জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে সেলের ভিতরেই পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করে নকুল৷ রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান জেলের কর্মীরা৷ অস্ত্রোপচার হয়৷ কিন্তু, শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি৷ তাই আর ঝুঁকি নিতে চাননি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা৷ বিচারাধীন ওই বন্দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়৷ এদিকে জেলে বসেই বন্দির আত্মহত্যার চেষ্টার ঘটনায় প্রশ্নের মুখে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধানাগারের নিরাপত্তা ও নজরদারি৷ জেলের ভিতর একজন বন্দি কীভাবে ধারালো অস্ত্র পেল? তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ শোনা যাচ্ছে, চিকিৎসকদের নাকি নকুল বলেছে, রাতে তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল৷ যন্ত্রণা সহ্য করতে না পেরেই এই কাণ্ড ঘটিয়েছে সে৷
মাস খানেক আগে সংশোধানাগারে এক বন্দির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়িতে৷ জেল চত্বরের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের শৌচাগারে রঞ্জিত রায়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান অন্য বন্দিরা৷ রঞ্জিত বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে৷
[ ফেসবুক সহায়, ২৫ দিন পর বাড়ি ফিরছেন অশীতিপর বৃদ্ধ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.