Advertisement
Advertisement

আঙুলে কালি দিতেই ব্যাঙ্কে উধাও ভুয়া গ্রাহক

যে ব্যাঙ্কে কালি আছে, সেখানে লাইন কম৷ আর যে ব্যাঙ্কে কালি নেই, সেখানে লম্বা লাইন৷

Ink fear, fake customers are vanish
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 9:17 am
  • Updated:November 17, 2016 9:17 am  

স্টাফ রিপোর্টার: আঙুলে ভোটের কালি৷ হাতে নতুন নোটের গোছা৷ সঙ্গে সেলফির পাল্লা! বুধবার সকাল থেকে ব্যাঙ্কগুলির বাইরে এই ছবি ধরা পড়তেই এক ধাক্কায় উধাও ভুয়া গ্রাহক৷ কলকাতা থেকে বোলপুর সর্বত্র একই চিত্র৷ কালির দাওয়াইয়ে ভুয়া ভোটারের মতোই বেপাত্তা ভুয়া গ্রাহক৷ ব্যাঙ্কের বাইরে লাইন প্রায় ফাঁকা৷ চাপ কমেছে ব্যাঙ্ক কর্মীদের৷ গ্রাহকও খুশি৷ রাজ্যের সব ব্যাঙ্কে কালি পৌঁছলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে দাবি ব্যাঙ্ক কর্তাদের৷ নোটের হাতে ভোটের কালি দেওয়ার সিদ্ধান্ত যে অত্যন্ত সঠিক তা আজ ব্যাঙ্কে আসা প্রকৃত গ্রাহকরা সকলেই বলেছেন৷

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর থেকে রোজই লম্বা লাইন পড়ছিল ব্যাঙ্কগুলিতে৷ অভিযোগ ছিল, নোট বদলাতে রোজ ভিড় জমাচ্ছেন একই ব্যক্তি৷ বারবার পুরনো নোট বদলে এভাবেই কালো টাকা সাদা হচ্ছিল৷ অনেক জায়গা থেকে আবার সিন্ডিকেটের সদস্যদের ছোট দলে ভাগ হয়ে মোটা অঙ্কের নগদ বদলানোর খবরও আসছিল৷ যাতে অসুবিধায় পড়ছিলেন সাধারণ গ্রাহকরা৷ অব্যবস্থার ছবি ধরা পড়ছিল বিভিন্ন ব্যাঙ্কেও৷ সব বুঝতে পারলেও কিছুই করার ছিল না ব্যাঙ্ক কর্মীদের৷ এই অব্যবস্থা রুখতেই ভুয়া গ্রাহক ঠেকাতে ভোটের কালি ব্যবহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷

Advertisement

মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়ে দেন, একই ব্যক্তি যাতে বারবার টাকা বদল করে আনতে না পারেন তার জন্য ভোটের মতো আঙুলে কালি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবার থেকেই কালি পৌঁছতে শুরু করেছে মেট্রো শহরগুলিতে৷ কালি এসে পৌঁছেছে কলকাতার বিভিন্ন ব্যাঙ্কে৷ আর তাতেই চিন্তায় পড়েছে ভুয়া গ্রাহকরা৷ কারণ কালো টাকার কারবারিদের হয়ে এতদিন ব্যাঙ্কে লাইন দিয়ে যে টাকা তারা বদল করে দিচ্ছিলেন তাতে দৈনিক আয় নেহাত কম হচ্ছিল না৷ এবার সেই কারবারে জল পড়েছে৷ অন্যদিকে কালো টাকার কারবারিদের অবস্থা আরও খারাপ৷ কালো টাকা সাদা করার এই ফন্দি আর কাজে আসছে না দেখে এখন তাদের মাথায় হাত৷

বুধবার কলকাতার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাগুলিতে এমনই ছবি ধরা পড়েছে৷ যেসব ব্যাঙ্কে টাকা বদলানোর পর গ্রাহকদের হাতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে সে সব ব্যাঙ্কে লাইন বিশেষ নেই বললেই চলে৷ আবার যেসব ব্যাঙ্কে কালি এখনও এসে পৌঁছয়নি সেখানে এখনও লম্বা লাইন৷ খুঁজে খুঁজে এদিনও সেসব ব্যাঙ্কেই ভিড় জমিয়েছেন কালো টাকার কারবারিরা৷ জেলার ব্যাঙ্কগুলিতেও কমবেশি এমন চিত্রই ধরা পড়েছে৷ এদিন সকালে বোলপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সকালে প্রবল ভিড় দেখা গেলেও হাতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে শুনে লাইন ক্রমে ফাঁকা হতে শুরু করে৷

এসবিআইয়ের চিফ জেনারেল ম্যানেজার পার্থসারথি সেনগুপ্ত বুধবার বলেন, “রাজ্যের মোট ১২০টি এসবিআই এটিএমে ইতিমধ্যেই নতুন নোট পাওয়া যাচ্ছে৷ বৃহস্পতিবারের মধ্যে আরও ২৫০টি এটিএম নতুন নোটের জন্য তৈরি হয়ে যাবে৷” তিনি আরও জানিয়েছেন, রাজ্যে এসবিআইয়ের বিভিন্ন শাখায় জমা পড়েছে ১৫০০ কোটি টাকা৷ বুধবার এসবিআইয়ের মোট ১০০টি ব্রাঞ্চে কালি পৌঁছেছে৷ বৃহস্পতিবার আরও ১০০টি ব্রাঞ্চে কালি যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement