Advertisement
Advertisement

‘প্রেম রক্ষায়’ ওপার বাংলায় পাড়ি, বন্দিদশা, মুক্তি…

বাস্তবের ‘বীর-জারা’দের এ কাহিনী হার মানায় রুপোলি পর্দাকেও৷

Indian teen lovers released by Bangladesh after 13 month juvenile custody

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 1:21 pm
  • Updated:September 6, 2016 1:21 pm  

ব্রতদীপ ভট্টাচার্য: এ যেন ঠিক  রুপোলি পর্দার গল্প৷ ২০০৪ সালে বীর-জারাতে প্রেমের খাতিরে সীমান্ত পেরিয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন নায়ক শাহরুখ খান৷ সেখানে তাঁকে বন্দি করে রাখে সে দেশের সরকার৷ বহু প্রচেষ্টার পর পূর্ণ মর্যাদায় আবার তাঁকে ফিরিয়ে আনা হয় দেশে৷ তেমনই হয়েছিল বাস্তবের এই প্রেক্ষাপটে৷ তফাত শুধু একটাই, বাস্তবের এই গল্পে নায়ক-নায়িকা তিন জোড়া, আর তারা একই সঙ্গে ‘প্রেম রক্ষা’ করতে পাড়ি দিয়েছিল ভিন দেশে৷

গত বছর আগস্ট মাসে বাংলাদেশে পাড়ি দিয়েছিল উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকার ছয় কিশোর প্রেমিক-প্রেমিকা৷ বাড়ি ছেড়ে বাংলাদেশে গিয়ে বিয়ে করতে চেয়েছিল তারা৷ প্রত্যেকেই ছিল নবম থেকে দশম শ্রেণির পড়ুয়া৷ কিশোর বয়সের প্রেম৷ তাই মেনে নেয়নি পরিবার৷ তাই বাংলাদেশে গিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে তারা৷ পেট্রাপোল সীমান্তের চোরা পথে বাংলাদেশে ঢুকেও পড়ে সবাই৷ ভেবেছিল সব বাধা কাঁটাতারের ওপারে ফেলে এসেছে তারা, সামনে শুধু ভালো দিন৷

Advertisement

তবে কেউই জানত না যে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য৷ বৈধ কাগজপত্র ছাড়া এই ছয় কিশোর-কিশোরীকে ঘুরতে দেখে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ৷ প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে জেলের বদলে রাখা হয় হোমে৷ মেয়েদের ঢাকায় ও ছেলেদের যশোহরের একটি হোমে রাখা হয়৷ ১৩ মাস হোমে থাকার পর ঘর বাঁধার স্বপ্নের বদলে তাদের একটাই চিন্তা ছিল, ‘ঘরে কবে ফিরব?’

বীর-জারাতে যেমন বন্দি প্রেমিককে দেশে ফেরানোর জন্য লড়াই করে এক আইনজীবী৷ এখানেও এই কিশোর প্রেমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নেয় এক স্বেচ্ছাসেবী সংগঠন৷ ‘সংলাপ’ নামে এই সংগঠনের তরফ থেকে বিষয়টি রাজ্য সরকারের কাছে জানানো হয়৷ তড়িঘড়ি তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে প্রশাসন৷ বাংলাদেশ সরকারের তরফ থেকেও সহযোগিতা করা হয়৷ কয়েকদিন আগে ওই তিন কিশোরকে তাদের ঘরে ফেরানো হয়৷ সোমবার বাকি তিন কিশোরীকে নিয়ে আসা হয় দেশে৷

এদিনই তাদের পরিবারের হাতে তুলে দেয় হাবড়া থানার পুলিশ৷ ওই ছাত্রীরা জানায়, দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের কাছে কৃতজ্ঞ৷ বাংলাদেশের হোমে তাদের যত্নের সঙ্গে রাখা হয়েছিল বলেও জানায় তারা৷ পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে তারা যে পদক্ষেপ নিয়েছিল তার জন্য বড় মাশুল দিতে হয়েছে তাদের৷ ভবিষ্যতে এই ভুলের থেকেই শিক্ষা নেবে বলে জানিয়েছে তারা৷ মেয়েরা ঘরে ফিরে আসায় খুশি তাদের পরিবারও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement