Advertisement
Advertisement
Local Train

‘কোভিডমুক্ত’ কর্মীরা, প্রস্তুতিও সারা, আগস্টের প্রথমেই লোকাল ট্রেন চালাতে চায় রেল

রাজ্যের অনুমতির অপেক্ষায় রেল।

Indian Railways wants to run Local Train in Bengal from August | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 28, 2021 2:03 pm
  • Updated:July 28, 2021 2:23 pm  

সুব্রত বিশ্বাস: রেলের প্রায় সব কর্মী কোভিডমুক্ত। ফলে বাংলায় লোকাল ট্রেন (Local Train) চালাতে সমস্যা নেই ভারতীয় রেলের। এখন শুধু রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষা। সব প্রস্তুতি নিয়ে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের কাছে একাধিক বার অনুমতি চেয়েও তা পায়নি রেল। আগস্টের শুরুতে সেই অনুমতি মেলে কিনা তার অপেক্ষায় ফের প্রহর গোনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।

পূর্ব রেলের দূরপাল্লার ৯৮ শতাংশ ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। শিয়ালদহ শাখায় ৫০ শতাংশের উপরে স্টাফ স্পেশ্যাল (Staff Special) চলছে। সাধারণ সময়ে চলত ৯১৫টি, এখন চলছে ৪৬২টি ট্রেন। হাওড়ায় এখন চলছে ২২০টি ট্রেন। শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, “রেল সব প্রস্তুতি নিয়ে রেখেছে আগেই। সব রেক সক্রিয় রাখা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের শুরুর সময় থেকেই। পাশাপাশি রেলকর্মীরা প্রায় সবাই এখন করোনামুক্ত। ফলে কর্মীর অভাব হবে না। এবার রাজ্যের নির্দেশ পেলেই চলবে সবার জন্য লোকাল ট্রেন।”

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের টাকা তছরূপের অভিযোগে ধৃত ২, প্রতিবাদে পুলিশের উপর হামলা]

পূর্ব রেলের স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, বিআর সিং, হাওড়া অর্থোপেডিক হাসপাতালে কোভিড বিভাগে মোট ৮৬০ জন ভরতি হতে পারেন। একটা সময় সবক’টি শয্যা সবসময় ভরতি থাকত।এখন সেখানে রয়েছেন ১৫০ জনেরও কম। তাও রোগীর অধিকাংশ রেলকর্মীর পরিবারের লোকজন। দক্ষিণ পূর্ব রেলে ৩১৮টি কোভিড বেডের সবকটি আগে ভরতি থাকত, এখন তা কমে ১৩-য় এসে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব রেলের সাতটি হাসপাতালের এই চিত্র দিতে রেল স্পষ্ট করেছে, কর্মীরা কোভিডমুক্ত। ফলে ট্রেন চালাতে রেলকে সমস্যায় পড়তে হবে না। ওই শাখায় একেবারে নগন্য সংখ্যার স্টাফ স্পেশ্যাল চলছে। যার মধ্যে একটি হাওড়া এলেও সবক’টি টিকিয়াপাড়া স্টেশন পর্যন্ত আসছে। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

[আরও পড়ুন: Mid Day Meal’এ বরাদ্দ দু’কিলো আলু, বাদ সোয়াবিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement