সুব্রত বিশ্বাস: সুরক্ষার সঙ্গে স্বাচ্ছন্দ্যময় পরিবেশ যেন পুজোয় থাকে। রেলমন্ত্রীর এমন আবেদন কার্যকর করতে উঠেপড়ে লাগল রেল। হাওড়া, শিয়ালদহ কলকাতার মূল করিডর। এই করিডরকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যযুক্ত রাখতে সব রকমের পদক্ষেপ নিচ্ছে রেল। আরপিএফ, জিআরপি, কলকাতা ও সিটি পুলিশের যৌথ বৈঠকে নিরাপত্তার বিষয়টি নিয়ে পদক্ষেপগুলি কী হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।
পুজোর দিনগুলিতে শহরতলির সঙ্গে রাতভর যোগাযোগ রাখতে ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায়। পঞ্চমী থেকে নবমী, গভীর রাতে চলবে এই ট্রেন। এক জোড়া করে চলবে শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, রানাঘাট-বনগাঁ, শিয়ালদহ-বজবজ, দু’জোড়া শিয়ালদহ-নৈহাটি ও তিন জোড়া শিয়ালদহ-বারুইপুুরের মাঝে। এছাড়া সপ্তমী থেকে নবমী ও লক্ষ্মীপুজোর দিনে শিয়ালদহ থেকে বারুইপুরের মাঝে বিকেল ৫.৩৫ মিনিটে চলবে একটি ট্রেন। শিয়ালদহ থেকে রাত ১২.৪০ মিনিটে রাতের অধিকাংশ ট্রেন চলবে। পুজোর সময় মাতৃভূমি লোকাল বাতিল করা হয়েছে।
ভিড়ে অপরাধ রুখতে সাদা পোশাকের প্রচুর পুলিশ থাকবে স্টেশন দুটিতে। মহিলা ও শিশুদের সুরক্ষায় স্টেশনগুলিতে সহযোগী বুথ থাকবে। স্টেশনগুলির সব টিকিট কাউন্টার খোলা রাখার পাশাপাশি টিকিট ভেন্ডিং মেশিনগুলিও সক্রিয় রাখা হবে। শৌচালয় থেকে পানীয় জলের সমস্যার মুখে যাতে যাত্রীদের পড়তে না হয় সেজন্য বিশেষ ব্যবস্থাও থাকছে। চুরি ছিনতাই রুখতে বুকিংয়ের লাইনে নজরের পাশাপাশি দুষ্কৃতীদের ছবি বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়া হবে। যাতে সতর্ক থাকতে পারেন পুজোর দর্শনার্থীরা। স্বাস্থ্য পরিষেবার সমস্ত ব্যবস্থার সঙ্গে আপৎকালীন ওষুধেরও ব্যবস্থা রাখা হবে স্টেশনগুলিতে।
গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীতে রেল পরিচ্ছন্নতায় জোর দিয়েছে। সেই প্রেক্ষিতে স্টেশনগুলিকে পুজোর সময় পরিষ্কার রাখার সঙ্গে সৌন্দর্যমণ্ডিত করে রাখা হবে। আলোকমালায় স্টেশন বিল্ডিং সাজানোর সঙ্গে দেবী দুর্গার বিভিন্ন আকারের ছবিও লাগানো হবে যাতে পুজোর পরিবেশ বজায় থাকে। স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডগুলিতে দালাল দৌরাত্ম্য রুখতে নজরদারির সঙ্গে স্থানীয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করবে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.