প্রতীকী ছবি।
স্টাফ রিপোর্টার, বর্ধমান: দুর্গাপুজোর আগে কয়েক দফায় ট্রাফিক ব্লক হয়েছে বর্ধমান-হাওড়া মেন ও কর্ড লাইনে। বাতিল হয়েছিল বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। সেই দুর্ভোগের রেশ কাটতে না কাটতেই আবারও ১১ দিনের ট্রাফিক ব্লক। দৈনিক ৪ ঘণ্টা করে। এর জেরে তিনজোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার থেকে শক্তিগড়ে নন-ইন্টারলকড পরবর্তী ট্রাফিক ব্লক শুরু করেছে রেল। এর ফলে দীর্ঘ সময় বর্ধমান-হাওড়া মেন ও কর্ডলাইনে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। এদিন থেকেই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। শারদোৎসবের পর ফের ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের অনেকেই। সামাজিক মাধ্যমেও এই নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে। যদিও রেলের দাবি, যাত্রী পরিষেবা উন্নত করতেই ট্রাফিক ব্লক নিতে হচ্ছে। সাময়িক সমস্যা হলেও অদূর ভবিষ্যতে উন্নত ও আরও সুরক্ষিত পরিষেবা পাবেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শক্তিগড় স্টেশনে নন-ইন্টালকড পরবর্তী ট্রাফিক ব্লক করা হচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই ট্রাফিক ব্লক থাকবে। সেই কারণে বর্ধমান থেকে হাওড়াগামী ৩টি ও হাওড়া থেকে বর্ধমানগামী ৩টি লোকাল ট্রেন ২২ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে কোনও দূরপাল্লার ট্রেন বন্ধ থাকছে না বলে রেল সূত্রে জানা গিয়েছে। লোকাল ট্রেন বাতিল হওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। অনেকে আগাম খবর না পাওয়ায় বুধবার বর্ধমান স্টেশনে এসে সমস্যায় পড়েন।
মনোজ বিশ্বাস নামে এক যাত্রী এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান স্টেশনে আসেন। জানতে পারেন দুপুর ৩টে পর্যন্ত হাওড়া যাওয়ার কোনও ট্রেন নেই। দূরপাল্লার ট্রেনে এসে বর্ধমান স্টেশনে নামেন দিবাকর বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমি মেন লাইনের স্টেশন বৈঁচি যাব। ওখানে দূরপাল্লার ট্রেন থামে না। তাই বর্ধমানে নেমে লোকাল ধরে যাবার কথা। এখন শুনছি দুই ঘণ্টার আগে লোকাল নেই। এত দূর থেকে এসে এখন এতক্ষণ বসে থাকতে হবে।’’ তাঁর মত আরও অনেক যাত্রীকেই এদিন সমস্যার মুখে পড়তে হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.