Advertisement
Advertisement

Breaking News

বাংলার আকাশে পরাক্রম দেখাবে ইন্দো-মার্কিন বায়ুসেনা, উদ্বেগে চিন

রাজ্যের আকাশে উড়বে সুখোই, মিগ, এফ-১৫ যুদ্ধবিমান৷

 India-US joint exercise 'Cope India 2019' in West Bengal
Published by: Tanujit Das
  • Posted:December 2, 2018 5:27 pm
  • Updated:December 2, 2018 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের নাকের ডগায় যৌথ সামরিক মহড়ায় নামছে ভারত-মার্কিন৷ ইন্দো-চিন সীমান্ত থেকে কমবেশি ১৫ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের আকাশে পরাক্রম দেখাবে দু’দেশের বায়ুসেনার জওয়ানরা৷ আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মহড়া শেষ হবে ১৪ ডিসেম্বর৷ ইতিমধ্যে কলাইকুণ্ডা ও পানাগড় বিমানঘাঁটিতে এক একে নামতে শুরু করেছে মার্কিন বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি৷ যাদের মধ্যে অন্যতম এফ-১৫৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত-মার্কিন বায়ুসেনার এই যৌথ সামরিক মহড়ার উপর কড়া নজর রাখবে বেজিং৷ কারণ, ১২ দিন ধরে চলা এই সামরিক মহড়া নিঃসন্দেহে চিনের কাছে একটা উদ্বেগের বিষয় হবে৷

[বাংলাদেশে নাশকতার ছক, অসমে আত্মগোপন ১৫ জন জামাত জঙ্গির]

Advertisement

ভারত-আমেরিকার মধ্যে শুরু হতে চলা এই যৌথ সামরিক মহড়ার নাম ‘কোপ ইন্ডিয়া ২০১৯’৷ এই মহড়ার অন্যতম উদ্দেশ্য হল, দুই দেশের বায়ুসেনার মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি করা এবং পরস্পরের সামরিক কৌশল ও দক্ষতা রপ্ত করা। সূত্রের খবর, এই মহড়া কোনও যুদ্ধক্ষেত্রের চেয়ে কম কিছু নয়৷ কারণ, যুদ্ধক্ষেত্রে ঠিক যেমন ভাবে দু’দেশের বায়ু সেনা শত্রুপক্ষকে ঘায়েল করে, সেই কৌশলই দেখানো হবে এই মহড়ায়৷

[২০২২ সালে জি-২০ সম্মেলন হবে ভারতে, জানালেন প্রধানমন্ত্রী]

জানা গিয়েছে, মহড়ায় অংশগ্রহণ করতে চলেছে দু’দেশের বায়ুসেনার প্রায় ৪০টি যুদ্ধবিমান৷ যাদের মধ্যে অন্যতম ভারতের সুখোই, মিরাজ-২০০০, জাগুয়ার এবং আমেরিকার এফ-১৫ ও সি-১৩০এইচ৷ জাপানের কাদেনা বিমানঘাঁটি থেকে আসছে ১৫টি মার্কিন যুদ্ধবিমান৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ডোকলাম পরবর্তী সময়ে চিন সীমান্তে ভারত-আমেরিকার মধ্যে হতে চলা এই যৌথ সামরিক মহড়া বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ এবং অনেকটা ইচ্ছাকৃত ভাবেই এই মহড়ার জন্য পানাগড় ও কলাইকুণ্ডাকে বিমানঘাঁটিকে নির্বাচিত করা হয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement