Advertisement
Advertisement

Breaking News

Petrapole border

উত্তপ্ত বাংলাদেশ, বন্ধ বনগাঁর পেট্রাপোল সীমান্তে যৌথ কুচকাওয়াজ, চালুর দাবি দর্শকদের

২০১৩ সালের ৬ ডিসেম্বর ভারত- বাংলাদেশের বনগাঁ সীমান্তের পেট্রাপোলে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ কুচকাওয়াচ শুরু হয়।

India-Bangladesh joint parade at Petrapole border closed

ফাঁকা দর্শকাসন। নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:December 26, 2024 6:49 pm
  • Updated:December 26, 2024 6:49 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর অবস্থা আরও বিগড়েছে। বেছে বেছে হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। এই আবহে ভারত-বাংলাদেশ বনগাঁর পেট্রাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বন্ধ দুদেশের যৌথ কুচকাওয়াজ। ফিরে যাচ্ছেন পর্যটকেরা। এই কুচকাওয়াজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন ভারতীয় ও বাংলাদেশিদের একাংশ। 

পাঞ্জাবের ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তের অনুরূপ ২০১৩ সালের ৬ ডিসেম্বর ভারত- বাংলাদেশের বনগাঁ সীমান্তে পেট্রাপোলে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ কুচকাওয়াচ শুরু হয়। প্রতিদিন বিকেলে নো-ম্যানস ল্যান্ডে দুদেশে জওয়ানেরা একসঙ্গে প্যারেড করতেন। এই যৌথ কুচকাওয়াজ দেখতে রাজ্য তথা দেশের বহু মানুষ পেট্রাপোল সীমান্তে ভিড় জমাতেন। স্কুল-কলেজের পড়ুয়াদের নিয়ে হাজির হতেন শিক্ষকরাও। দর্শকদের বসার জন্য দুদেশের নো-ম্যানস ল্যান্ডে গ্যালারিও তৈরি করা হয়। তা এখন ফাঁকা থাকছে। 

Advertisement

এর আগেও করোনার সময় যৌথ কুচকাওয়াচ বন্ধ করে দেওয়া হয়। তবে পরে তা শুরু হয়। তবে প্রতিদিনের বদলে সপ্তাহের দুদিন শনি-মঙ্গলবার সেই কুচকওয়াজ চলত। আধা ঘণ্টার অনুষ্ঠানে প্যারেড দেখতে ভিড় জামাতেন বহু মানুষ। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে এই যৌথ প্যারেড বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁরা ওয়াগাতে যেতে পারবেন কি না ঠিক নেই, বাড়ির সামনে এই অনুষ্ঠান ফের শুরু হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement