Advertisement
Advertisement

Breaking News

ISF-TMC

‘নীতি, আদর্শ ভাল’ বলে তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের জয়ী আইএসএফ প্রার্থী

শওকত, আরাবুলদের হাত ধরে তৃণমূলে যোগদান সাদিকুল মোল্লার।

Independent candidate supported by ISF in Bhangar joins TMC saying that political ideology is good | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 7, 2023 12:05 pm
  • Updated:August 7, 2023 12:11 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবারে ভাঙড়ের আইএসএফ (ISF) সমর্থিত জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে (TMC)। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে আসেন ওই আইএসএফ সমর্থিত নির্দলে জয়ী প্রার্থী সাদিকুল মোল্লা। তিনি ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চল থেকে আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন। তৃণমূলে যোগদানের পরই তিনি বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে তোপ দেগেছেন। জয়ের সার্টিফিকেট আটকে রেখেছেন নওশাদ, অভিযোগ এমনই।

রবিবার ভাঙড়ে (Bhangar ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থী সাদিকুল। আর তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে এসেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যোগ দেন চালতাবেরিয়া অঞ্চলের জয়ী নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা।

Advertisement

[আরও পড়ুন: কালীঘাটের কাকুর চিকিৎসায় জোকা ESI হাসপাতালেই আস্থা ইডির! পাঠানো হল SSKM-এর রিপোর্ট]

যোগদানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদিকুল বলেন, ”তৃণমূলের নীতি ও আদর্শ ভাল। তাই নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই এই যোগদান।” প্রসঙ্গত, চালতাবেড়িয়া ১৪৭ নম্বর বুথের এই জয়ী পঞ্চায়েত সদস্য সাদিকুল মোল্লাই শনিবার কাশিপুর থানায় ভাঙড়ের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শংসাপত্র আটকে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরের দিন রবিবারই আবার তিনি তৃণমূলে যোগদান করলেন।

[আরও পড়ুন: জামিনের পর আরও বড় স্বস্তি, এবার লোকসভার সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement