সোমনাথ পাল, বনগাঁ: গভীর রাতে নির্দল প্রার্থী, তাঁর ভাই ও বৃদ্ধা মাকে মারধর এবং ফতোয়া জারির করার অভিযোগ উঠল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা৷ মাথায় গুরুতর চোট পায় ওই নির্দল প্রার্থী৷ পাশাপাশি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের জয়ী সিপিএম প্রার্থীকে ক্ষোভের মুখে পড়তে হল৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা৷ বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের ঘটনা৷
[গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত স্কুল শিক্ষক]
প্রথম ঘটনাটি সোমবার রাতে ঘটে৷ সেই সময় বাড়িতেই ছিলেন সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী নির্দল প্রার্থী সনৎ মণ্ডল, তাঁর ভাই ও বৃদ্ধা মা৷ অভিযোগ, তাঁদের বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালায় একদল দুষ্কৃতী৷ ব্যাপক মারধর করা হয় নির্দল প্রার্থী, তাঁর ভাই ও মা-কে৷ শাবল, লোহার রড দিয়ে চলে অত্যাচার৷ এমনকী এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য জারি করা হয় ফতোয়া৷ তাঁদের আঘাত গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর৷ গোটা ঘটনায় পঞ্চায়েতে বিজেপি প্রার্থী সুব্রত বিশ্বাসের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবারটি৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে জয় না পাওয়ার আক্রোশে তাঁদের উপরে চড়াও হয়েছে সুব্রত বিশ্বাস ও তার দলবল৷ মঙ্গলবার সকালেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত পরিবারটি৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷
দ্বিতীয় ঘটনাটি ঘটে, বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের দেয়ারা গ্রামে৷ গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের টিকিটে জয়লাভ করে তৃণমূলে যোগ দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হল বিজয়ী সিপিএম প্রার্থী মহিমা মণ্ডলকে৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মীদের একটি অংশ৷ তাঁদের বক্তব্য, ভোটের সময় এলাকায় সন্ত্রাস করে, তৃণমূল কর্মীদের ভয় দেখিয়ে জয় লাভ করেছেন বিজয়ী প্রার্থী৷ এমনকি ভোটে জিতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার চালিয়েছেন বলে মহিমা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ৷ জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই সিপিএম প্রার্থী বনগাঁ পুরসভার পুরপিতা তথা পঞ্চায়েত নির্বাচনে বাগদার পর্যবেক্ষক তৃণমূলের শঙ্কর আঢ্যর কাছে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জেলা নেতৃত্বর সবুজ সংকেতে তাঁকে তৃণমূলে নেওয়া হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.