Advertisement
Advertisement

Breaking News

ছাত্র-যুব উৎসবে তৃণমূল নেতাদের চটুল নাচ, উড়ল টাকাও, দেখুন ভিডিও

বিতর্ক তুঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

Indecent dance Of TMC leaders on stage
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 30, 2018 4:23 pm
  • Updated:April 22, 2019 4:18 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে মহিলা সংগীত শিল্পীর সঙ্গে শাসকদলের একাধিক স্থানীয় নেতা-সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের চটুল নাচে অংশ নেওয়া ঘিরে তুমুল বির্তক সৃষ্টি হল রায়গঞ্জে। এমনকি নাচের তালে তালে মঞ্চে মহিলা শিল্পীর গায়ে টাকা ওড়াতেও দেখায় যায় শাসকদলের এক কর্মাধ্যক্ষের স্বামীকে।

শুক্রবার রাতে রায়গঞ্জ ব্লকের মহারাজা হাই স্কুলের মাঠে দু’দিনের ছাত্রযুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের মাঠে দর্শকদের সামনে এই আপত্তিকর ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। বস্তুত, বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের গান, নাচ কবিতা আবৃত্তি, লোকগান প্রভৃতির প্রতিযোগিতা হয়। শুক্রবার জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের পরিবেশিত সংগীতানুষ্ঠান শেষে বহিরাগত মহিলা সংগীতশিল্পী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। সেইসময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূলের ব্লকের যুব নেতা উৎসবের আহ্বায়ক তিলক সরকারকে মঞ্চে নাচ করতে দেখা যায়। সেইসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী ফিরোজ শাহ এবং আরেক কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মন-সহ প্রমুখ নেতাদের মঞ্চে অপ্রকৃতিস্থ অবস্থায় হাত পা দুলিয়ে দর্শকের সামনে নাচতে দেখা যায়। এমনকী এক নেতাকে মহিলা শিল্পীর গায়ে টাকা ছড়াতেও দেখা যায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা তো বটেই, দলের নেতার এমন আচরণের সমালোচনা করেছেন শাসকদলের অনেক স্থানীয় নেতাও। তবে মঞ্চে চটুল নাচের বিষয়টি অস্বীকার করেছেন রায়গঞ্জের ছাত্র-যুব উৎসবের আহ্বায়ক ও তৃণমূল নেতা তিলক সরকার। তাঁর দাবি, “মঞ্চে সুন্দর একটা অনুষ্ঠান হল, এটা নিয়ে এত কথা বলার কী আছে? দু’দিন ধরে পরিশ্রম করলাম। সেটা নিয়ে তো কেউ কিছু বলছেন না।” তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন,“আমি জানি না আসলে কী হয়েছে, তবে জেনে পরে বলব। তবে ছাত্র-যুব উৎসবে কখনও চটুল নাচ কাম্য নয়।” যুব দপ্তরের জেলা আধিকারিক অর্নিবাণ রায় অবশ্য বলেন, “এই রকম ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাব।”

দেখুন ভিডিও:

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement