দেবব্রত দাস, খাতড়া: দেশজুড়ে লকডাউনের জেরে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ থেকে শুরু করে প্রাইভেট টিউশন, বন্ধ সব। ঘরবন্দি পড়ুয়ারা। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে অনলাইনে ফ্রি কোচিং ক্লাস চালু করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। ইন্দাসের কেবল নেটওয়ার্কের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় শুরু হয়েছে এই অনলাইন ক্লাস ।
জানা গিয়েছে, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ক্লাসের সূচনা করেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বকসি, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে, বিডিও মানসী ভদ্র চক্রবর্তী, ইন্দাস থানার ওসি বিদ্যুৎ পাল প্রমুখ। বুধবার থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ ক্লাস। ইন্দাস থানার ওসি বিদ্যুৎ পাল বলেন, “লকডাউনের জন্য পড়ুয়ারা খুবই অসুবিধার মধ্যে পড়েছে। তাঁদের কথা ভেবেই আমরা স্থানীয় কেবল নেটওয়ার্কের মাধ্যমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইন ফ্রি কোচিং ক্লাস শুরু করেছি। কোনদিন কী বিষয় পড়ানো হবে তা সাপ্তাহিক রুটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি একটি ফোন নম্বার দেওয়া হয়েছে। সেখানে ফোন করেও পড়ুয়ারা পড়াশোনা বিষয়ক প্রশ্ন ও সমস্যা জানাতে পারবে।”
এতদিন এলাকার দুঃস্থদের মধ্যে খাবার, মাস্ক বিলি করতে দেখা গিয়েছে পুলিশকে। এবার একেবারে পড়ুয়াদের পাশে। উর্দিধারীদের হাতেই এবার চক ডাস্টার হাতে। ইন্দাস থানার পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.