ফাইল ছবি।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ঝাড়খণ্ডের কয়লা পাচারে অভিযুক্তর বাংলা যোগ! বোকারোর কয়লা ব্যবসায়ীর পুরুলিয়ার দুই কোল ফ্যাক্টরিতে হানা দিল আয়কর দপ্তর। সূত্রের খবর, তাঁর আয় বহির্ভূত সম্পত্তির সূত্র ধরেই এই অভিযান।
সম্প্রতি ঝাড়খণ্ডের তেঁতুলডিহিতে প্রায় ৩ হাজার মেট্রিক টন চোরাই কয়লা উদ্ধার হয়। সূত্রের খবর, সেখানে নাম মেলে ব্যবসায়ী অনিল গোয়েলের। পুরুলিয়ায় তাঁর একাধিক কোল ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে সাঁওতালডি থানার দান্দুয়া, পাড়া থানার দুবড়া, জয়পুর থানার চাষ মোড়ের কাছে নারায়ণপুর ও বাঁধডির ফ্যাক্টরিতে হানা দেয় আয়কর আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী,চাষ মোড়ের কাছে নারানপুর এবং বাঁধডি দুটি ফ্যাক্টরিতে আয়কর তল্লাশি চলছে। দীর্ঘক্ষণ ধরে চলছে তল্লাশি। তল্লাশিতে কী উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, আয়কর কর্মীরা বিছানাপত্র নিয়ে ঢুকেছেন ফ্যাক্টরিতে। মনে করা হচ্ছে রাতভর তল্লাশি চলবে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের একাধিক দুর্নীতির তদন্তের শিকড়ের হদিশ মিলছে বাংলায়। ইতিপূর্বে ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ দুর্নীতে অভিযুক্ত দুজনের হদিশ মিলেছিল নিউটাউন থেকে। উদ্ধার হয় কোটি কোটি টাকা। এবার ঝাড়খণ্ডে কয়লা পাচারে অভিযুক্তর আয় বহির্ভূত সম্পত্তির খোঁজ করতে পুরুলিয়ায় হানা দিল আয়কর দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.