Advertisement
Advertisement
Income tax officials raid in TMC MLA Jakir Hossain's house and factory

শুভেন্দুর হুমকির পরই তৃণমূল বিধায়কের বাড়ি ও কারখানায় আয়কর হানা, মুর্শিদাবাদে শোরগোল

আচমকা আয়কর দপ্তরের হানায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Income tax officials raid in TMC MLA Jakir Hossain's house and factory । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 11, 2023 6:16 pm
  • Updated:January 11, 2023 6:27 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর হানা। এছাড়া সামশেরগঞ্জের গোবিন্দপুর এবং ধূলিয়ান পুরসভার খরবোনায় বিড়ি কারখানায় হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরির মালিক ওলিউল ইসলাম ও ধূলিয়ানের বিজলি বিড়ি ফ্যাক্টরির মালিক লায়েক আলি বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী ওই তিনটি জায়গা ঘিরে ফেলে। সাড়ে দশটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা ৬টি গাড়ি চড়ে হাজির হন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে। সেই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। ওই বাড়িতেই থাকেন জাকির হোসেনের স্ত্রী, পুত্র, কন্যা। বাড়িতে ঢুকে আয়কর দপ্তরের আধিকারিকরা বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন।

Advertisement

[আরও পড়ুন: বিবেকানন্দের জন্মতিথিতেই কলকাতায় শুরু গঙ্গা আরতির প্রস্তুতি, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

জাকির হোসেনের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে বিড়ি, তেল এবং অন্য একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানেও হানা দেন আয়কর দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক। সূত্রের খবর, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মালিকের বিরুদ্ধেও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। জাকির হোসেনের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি সামশেরগঞ্জের দুই বিড়ি কারখানা মালিকের বিরুদ্ধেও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই বিড়ি কারখানাতেও হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা।

গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। এবার আর মন্ত্রিসভায় জায়গাও পাননি। তবে সম্প্রতি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির শিকার হন তিনি। আর সেই হুঁশিয়ারির পরই তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানার ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য এলাকায়। রাজনৈতিক ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন অনেকেই।

[আরও পড়ুন: আবাস যোজনায় ‘দুর্নীতি’, প্রতিবাদে পঞ্চায়েত অফিসে সংসার পাতলেন ঝাড়গ্রামের বাসিন্দা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement