Advertisement
Advertisement

Breaking News

Bankura

বন্ধ ঘরে পড়ে বাঁকুড়ার আয়কর পরামর্শদাতার দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

পরিচারিকা এসে দেখেন পড়ে রয়েছে দেহ।

Income Tax consultant found dead in Bankura | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 25, 2023 3:25 pm
  • Updated:October 25, 2023 3:28 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: ঘরের মধ্যে পড়ে প্রৌঢ়ের মৃতদেহ। সকালে পরিচারিকা এসে বাড়ির দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। মেঝেতে পড়ে বাড়ির মালিকের দেহ। বাঁকুড়া (Bankura) শহরের নুনগোলা এলাকার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুচন্দন ভদ্র (৬৫)। পেশায় আয়কর পরামর্শদাতা। বাঁকুড়ার নুনগোলা এলাকার ভাড়াবাড়িতে একা থাকতেন। বেশ কিছুদিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এলাকায় সেভাবে মেলামেশা করতেন না। তবে একটি মিষ্টির দোকানে বসতেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতেই স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: গরবা নাচের মাঝে তরুণী মেয়েকে হেনস্তা! যুবকের সঙ্গে হাতাহাতিতে প্রাণ গেল বাবার]

এদিন সকালে তাঁর বাড়ির পরিচারিকা সুলোচনা বাউড়ি কাজে এসে দেখেন সুচন্দনবাবু মৃত অবস্থায় পড়ে রয়েছে। এর পর পুলিশের কাছে খবর যায়। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিচারিকা জানিয়েছেন, ১৫ বছর ধরে এই বাড়িতে কাজ করি। সুচন্দনবাবুর প্রেসার ও সুগারের সমস্যা ছিল। এদিন বাড়িতে এসে দরজায় হাত দিতেই দেখি ভিতরের দিকে দরজা খুলে যায়। দেখি মেঝেতে সুচন্দনবাবু পড়ে রয়েছে।” ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। মনে করা হচ্ছে, স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

[আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি রিপোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement