Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টি

প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে জলদাপাড়া অভয়ারণ্যে, বিপন্ন বন্যপ্রাণ

তোর্সার বাঁধ ভেঙে জলের তলায় চলে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম৷

Incessant rain sparks flood like situation in North Bengal
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2019 10:17 am
  • Updated:July 13, 2019 10:17 am  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পরিস্থিতির আরও অবনতি৷ জলের তলায় চলে গিয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক গ্রাম৷ জলমগ্ন এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ শনিবার সকালে বিপদ বাড়িয়ে জল ঢুকে পড়েছে জলদাপাড়া অভয়ারণ্যে৷ যার জেরে সমস্যায় পড়েছে বন্যপ্রাণীরা৷

[ আরও পড়ুন: তান্ত্রিকের ডেরায় রহস্যমৃত্যু যুবকের, কুড়ুল উদ্ধারে জোরাল নরবলি তত্ত্ব]

একটানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে৷ তার উপর ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে শুক্রবার রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ৷ দু’য়ে মিলে জলে ভাসছে কোচবিহার, আলিপুরদুয়ারের একাধিক এলাকা৷ প্রতি মুহূর্তে বাড়ছে রায়ডাক, বামনি, সংকোশ নদীর জলস্তর৷ ইতিমধ্যে জলের তোড়ে ভেঙে গিয়েছে তোর্সার ২০০ মিটার বাঁধ৷ মাদারিহাটের টলিলাইনেরও বাঁধ ভেঙে গিয়েছে৷ জলে ভাসছে জলদাপাড়া অভয়ারণ্য৷ ইতিমধ্যেই জলমগ্ন অভয়ারণ্য পরিদর্শন করেছেন বিডিও৷ বনকর্মীদের ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ জলদাপাড়া সূত্রে খবর, পরিস্থিতির অবনতি হলে বন্যপ্রাণীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা চলছে৷

Advertisement

একটানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তাতেও নেমেছে ধস৷ রাতভর ভারী বৃষ্টির জেরে কালিম্পংয়ের শ্বেতিঝোরায় ধস নেমেছে৷ যার ফলে বিপাকে পর্যটকরা৷ এছাড়াও বৃষ্টির জেরে বন্ধ বাংলা-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক৷ মাদারিহাট এবং টোটোপাড়ার যোগাযোগও বিচ্ছিন্ন৷ রেললাইনেও জল উঠে গিয়েছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে৷

Rain

[ আরও পড়ুন: অচলাবস্থা কাটাতে তোড়জোড়, অনাস্থা পেশে বৈঠকের চিঠি বনগাঁর ৩ কাউন্সিলরের]

নদী সংলগ্ন গ্রামগুলিতেও হু হু করে ঢুকছে জল৷ স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খুলে দুর্গতদের থাকার বন্দোবস্ত করা হয়েছে৷ নিচু এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই অন্যত্র সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন৷ শুকনো খাবার, জল মজুত রাখা হয়েছে৷ প্রশাসন সূত্রে খবর, সোমবার বৈঠকে বসবেন আধিকারিকরা৷ উপস্থিত থাকবেন মন্ত্রী শুভেন্দু অধিকারীও৷ উত্তরবঙ্গজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে থামবে বৃষ্টি? যদিও আবহাওয়া দপ্তরের তরফে কোনও সুখবর শোনানো হয়নি৷ আবহবিদরা জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত চলবে বৃষ্টি৷ সোমবার থেকে বৃষ্টি কমলে আবহাওয়ার উন্নতি হতে পারে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement