Advertisement
Advertisement

Breaking News

Kamarkundu bridge

মমতার উদ্বোধন করা কামারকুণ্ডু রেল ওভারব্রিজের ফের উদ্বোধন করবেন রেলমন্ত্রী!

আগামী ১০ জুন দিল্লি থেকে ভারচুয়ালি ওভারব্রিজ উদ্বোধন করবেন রেলমন্ত্রী।

Inaugurated by Mamata Banerjee, Rail minister to again unveil Kamarkundu bridge । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2022 9:30 pm
  • Updated:June 8, 2022 9:30 pm  

সুব্রত বিশ্বাস: মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা কামারকুণ্ডু রেল ওভারব্রিজ (Kamarkundu Overbridge) এবার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবে রেল। আগামী ১০ জুন দিল্লি থেকে ভারচুয়ালি এই কাজ সম্পন্ন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই অনুষ্ঠান থেকে তিনি হুগলি জেলার মধ্যে রেলের যত যাত্রীস্বার্থ পরিষেবা তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন তিনি।

সম্প্রতি হুগলি জেলার মধ্যে রেলের যে উন্নয়ণমূলক কাজ হয়েছে তাতে ২৫৪ কোটি টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানের দিন হুগলির প্রতিটি সাংসদ ও বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলে পূর্ব রেল জানিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ঘরে বসে থাকবেন না, রাস্তায় নেমে লড়াই করুন’, শাহের সুরেই বিজেপি কর্মীদের বার্তা নাড্ডার]

বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই নেই। বিজেপির পায়ের নিচের জমি সরে গিয়েছে। মানসিক ভারসাম্য হারিয়ে উদ্বোধন হয়ে যাওয়া ব্রিজ উৎসর্গ করছে রেল। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার একই সুরে প্রত্যাখ্যানের বার্তা দিয়ে বলেন, ভাবাদিঘি-আরামবাগ লাইন তৈরি করে রামকৃষ্ণদেবের উদ্দেশ্য উৎসর্গ করুণ রেলমন্ত্রী।

ওইদিন রেলমন্ত্রী উদ্বোধন করবেন কামারকুণ্ডু স্টেশনের নতুন বিল্ডিং, প্ল্যাটফর্ম শেল্টার, ফুট ওভারব্রিজ, ইয়ার্ডের উন্নয়ণ, ব্যন্ডেল-মগরা থার্ড লাইনে ও আদি সপ্তগ্রামের  ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কমিশনিং, বলরামবাটি, মির্জাপুর, বাঁকিপুর, আদি সপ্তগ্রাম ফুট ওভারব্রিজের সম্প্রসারণ ও প্ল্যাটফর্ম উঁচু করা, আদিসপ্তগ্রামের সাবওয়ের সম্প্রসারণ, মগরা লুপ লাইনের নতুন প্ল্যাটফর্ম, চন্দননগর স্টেশন বিল্ডিং-সহ একাধিক নবনির্মিত পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী। 

[আরও পড়ুন: স্বামী কেটে নিয়েছে হাত, কেতুগ্রামের সেই নার্সের চিকিৎসার ভার নিল রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub