Advertisement
Advertisement

স্কুলের পোশাকে মদ্যপান, শিলিগুড়ির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তদন্তের নির্দেশ শিক্ষা দপ্তরের৷

 In school uniform 3 students of Siliguri Boys' High school took liquor
Published by: Tanujit Das
  • Posted:January 15, 2019 7:28 pm
  • Updated:January 15, 2019 7:59 pm

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ক্লাসরুমের ভিতরে স্কুল পড়ুয়াদের নগ্ন ভিডিও তৈরির ঘটনায় এবং স্কুলের পোশাক পরে মদ্যপানের ঘটনায়, এবার কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করল নবান্ন। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্রদের এই ধরনের ব্যবহারে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের শিক্ষা দপ্তর। এই ঘটনায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[প্যাঙ্গোলিনের আঁশ পাচার, আরপিএফের হাতে ধৃত এক ]

Advertisement

শতবর্ষের ঐতিহ্যশালী শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ঘটনায় উদ্বিগ্ন ওয়াকিবহাল মহলও। শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে, মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি তৈরি করেছে জেলা শিক্ষা দপ্তর৷ এ দিন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে যায় ওই তদন্তকারী দল। পাশাপাশি, যেসব স্কুল ছাত্রদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে, মঙ্গলবার সেই পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “আমি ওই স্কুলের ছাত্র। এই ঘটনায় আমি খুব স্তম্ভিত। ২২ জানুয়ারি আমি নিজে স্কুলে যাব। ওই স্কুলে পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক নেই। খুব দ্রুততার সঙ্গে পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা করছি৷ এ বিষয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব। স্কুলের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও বৈঠকে বসব।” এই ঘটনায় জড়িত পড়ুয়াদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পর্যটন মন্ত্রী৷ 

[দাম্পত্যে ভাঙনের নেপথ্যে শ্বশুর-শাশুড়ি, সন্দেহে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের]

জেলা বিদ্যালয়ের পরিদর্শক তপন কুমার বসু বলেন, “ওই স্কুলে গিয়ে সব খতিয়ে দেখা হয়েছে। উচ্চ কর্তৃপক্ষকে সমস্ত রিপোর্ট দেওয়া হবে।” এক অভিভাবক হেমাবতী রায় বলেন, “বিষয়টি সত্যি খুবই উদ্বেগের।” প্রসঙ্গত, স্কুলের মধ্যে নগ্ন হয়ে ভিডিও করার ও স্কুলের পোশাকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসে মদ খাওয়ার অভিযোগ উঠেছিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের তিন ছাত্রের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে কার্যত নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর থেকে শুরু করে নবান্ন পর্যন্ত৷ একাদশ শ্রেণির ওই তিন ছাত্রের অভিভাবকদের ডেকে সাবধানও করে স্কুল কর্তৃপক্ষ। এরপরই তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement