Advertisement
Advertisement
Lightening

মাঠে ধান কাটতে গিয়ে সাক্ষাৎ মৃত্যু! কোচবিহারে বজ্রপাতে প্রাণ হারাল কিশোর, আহত কয়েকজন

কোচবিহারের মাথাভাঙার বছর পনেরোর দীপজয় বর্মন দিদার সঙ্গে জমিতে ধান কাটতে গিয়েছিল। সেখানেই বাজ পড়়ে মৃত্যু হল তাঁর।

In Cooch Behar teenager died after lightening when he was working in the field, many injured
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2024 4:17 pm
  • Updated:May 30, 2024 4:27 pm

বিক্রম রায়, কোচবিহার:  ভরদুপুরে বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের। আহত আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাভা মহকুমার গোসাইহাট এলাকার। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাঝে ঘটল দুর্ঘটনা। মাথাভাঙার গোসাইহাট এলাকার ওই কিশোর ধান কাটতে গিয়েছিল। আচমকাই বাজ পড়ে ঝলসে যায় সে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সকাল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে কোচবিহার, শিলিগুড়ি-সহ একাধিক জেলায়। তার মাঝেই কোচবিহারের (Cooch Behar) গোসাইহাটে বাসিন্দা, বছর পনেরোর দীপজয় বর্মন দিদার সঙ্গে জমিতে ধান কাটতে গিয়েছিল। আচমকা খোলা জমিতে বাজ পড়ে (Lightening) মৃত্যু হয়েছে দীপজয়।  জানা গিয়েছে, মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত (Death) বলে ঘোষণা করেন। এভাবে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। এদিন বাজ পড়ে আরও কয়েকজন জখম হন। তাঁদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]

উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন অতি ভারী বৃষ্টির (Heavy Rain)সতর্কতা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন। শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে।

[আরও পড়ুন: মুম্বইয়ে ব্যবসায়ী খুনের মামলায় দোষী সাব্যস্ত মাফিয়া ছোটা রাজন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement