শংকরকুমার রায়, রায়গঞ্জ: ১৬ শতক জমি নিয়ে যত বিবাদ! সেই বিবাদ গড়াল প্রাণঘাতী সংঘর্ষে। জমি দখল ঘিরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় জখম আরও চারজন। এই ঘটনা ঘটল শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সীমান্তবর্তী রাধিকাপুর পঞ্চায়েতের জগদলা গ্রামে ঘটনায় মৃতের নাম সরল রায়, বয়স ৪২ বছর। তিনি পেশায় কৃষক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ১৬ শতক বসত জমির দখল দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। শুক্রবার দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে আধিকারিকরা এলাকায় যান জমির কাগজপত্র দেখতে। কোনওপক্ষই যথাযথ জমির আইনি নথিপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ। তা নিয়েই যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। সরকারি আধিকারিকদের সামনেই লাঠি, বাঁশ, কুড়ুল-সহ ধারালো অস্ত্র নিয়ে সরল রায় নামে ওই কৃষক ও তাঁর পরিবারের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিপক্ষ প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পালটা বিবদমান প্রতিবেশীরাও রুখে দাঁড়ালে দুপক্ষের সংঘর্ষ ঘটে। গুরুতর জখম হন দুপক্ষের বেশ কয়েকজন।
ধারালো অস্ত্রের আঘাতে জখম সরল রায়-সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার ভোরে মৃত্যু হয় সরল রায়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্তে নামে। হামলার অভিযোগে শনিবার তিনজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের নাম কনক রায়, জীবন রায় এবং দেবেন রায়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” এদিন সরল রায়ের মৃত্যুর খবর বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে পৌঁছতেই এলাকায় থমথমে। অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.