সঞ্জীব সাহা: ২০০৭ বা ২০০৮ সাল হবে। রাজ্যের মসনদে তখন কাস্তে-হাতুড়ি-তারা। রাজ্যে শিল্পের প্রয়োজনীয়তা নিয়ে তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর গলা নকল করে বক্তব্য মুর্শিদাবাদের গ্রামে গ্রামে শোনাতেন তিনি৷ বর্তমানে তিনি বহরমপুরে সিআইডির গাড়ি চালক। পুলিশকর্মী সুশান্ত রাহা। দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই জাঁদরেল পুলিশ অফিসারদের সঙ্গে স্টিয়ারিং হাতে ঘুরতে হয়৷ কিন্তু তার মাঝেও নিজের শিল্পীসত্তাকে লালন করে চলেছেন৷ বিখ্যাত ব্যক্তিদের গলার স্বর নকল থেকে শুরু করে তাঁদের হাঁটা চলা, আদব কায়দা একেবারে হুবহু নকল করেন অনায়াসে৷ তাতে দুঁদে পুলিশ কর্তারাও হেসে ফেলেন৷
[কালী ঠাকুরের সামনে মাকে বলি দিল ছেলে]
বহরমপুর সুশান্তবাবুকে চেনে ‘ভাইদা’ নামে। বহরমপুরের খাগড়ার বাসিন্দা সুশান্তবাবু ১৯৮৭ সালে স্পোর্টস কোটায় পুলিশে চাকরি পান৷ শুধু ‘মিমিক্রি’ নয়, ছোট থেকেই নাটক অন্তপ্রাণ তিনি। বহরমপুর রেপার্টরি থিয়েটারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই পুলিশকর্মী৷ নাটক করতে করতেই সিনেমা জগতে পা রাখা বহরমপুরের ‘ভাইদা’র৷ প্রথম ছবি ‘এগারো’৷ এরপর ‘মিসটেক’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘গোয়েন্দা’র মতো ছবিতে অভিনয় করেছেন৷ প্রদীপ্ত ভট্টাচার্যর ‘বাকিটা ব্যক্তিগত’ সিনেমা জাতীয় পুরস্কার পায়৷ প্রশংসিত হয় সুশান্তবাবু অভিনীত হাবু খেলোয়াড়ের চরিত্রটি৷ ছোটপর্দাতেও প্রচুর কাজ করেছেন সুশান্তবাবু। রিয়ালিটি শো মজারুতে চাম্পিয়নও হয়েছেন তিনি৷
[মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়]
তবে নিজের কাজকে কিন্তু কোনওদিন উপেক্ষা করেননি তিনি। ভাল কাজের জন্য ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদক প্রদান করেন৷ সুশান্তবাবু বলেন, “আজকের দিনে চারদিকের নানা চাপের মাঝে পড়ে মানুষ হাসতে ভুলে গিয়েছে৷ হাসার খুব প্রয়োজন আছে৷ আমি সারা জীবন মানুষকে হাসানোর চেষ্টা করেছি৷ যতদিন বাঁচব, সেই চেষ্টাই চালিয়ে যাব৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.