Advertisement
Advertisement

Breaking News

সোদপুরে রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার, পুলিশের জালে ২

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান আবগারি দপ্তরের আধিকারিকরা৷

illegal liquor godown found in Sodpur and Dhankol
Published by: Tanujit Das
  • Posted:November 28, 2018 9:03 pm
  • Updated:November 28, 2018 9:34 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: প্রশাসনের চোখ এড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারও গজিয়ে উঠেছে বেআইনি চোলাই মদের কারবার৷ নদিয়ার শান্তিপুরে এর কোপে মৃত্যু হয়েছে সাতজনের৷ এমত পরিস্থিতিতে শহরতলির দুটি পৃথক স্থান, সোদপুর ও ধানকলে গোপন অভিযান চালিয়ে বেআইনি চোলাই মদ তৈরির গোডাউনের সন্ধান পেলেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের জেরা করে এই বেআইনি কারবার সম্পর্কে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা৷

[ক্যাম্পাসে পড়ুয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ফের উত্তেজনা বেহালা কলেজে]

Advertisement

বুধবার, দুপুরের দিকে খড়দহ থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এই গোপন অভিযান চালান আবগারি দপ্তরের আধিকারিকরা৷ প্রথমে অভিযান চালান হয়, সোদপুরের শরৎপল্লি এলাকায়৷ এরপর অভিযান চালান হয় ধানকলে৷ আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দুটি স্থানেই পরিত্যক্ত গোডাউনের মধ্যে বেআইনি চোলাই মদ তৈরির উপকরণ পাওয়া গিয়েছে৷ সূত্রের খবর, চোলাই মদের পাশাপাশি দুটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে আট হাজার লিটার স্পিরিট৷ যার বর্তমান বাজারমূল্য ১১ লক্ষ টাকা৷ চোলাই মদ তৈরির অন্যতম উপকরণ হল এই স্পিরিট৷ এই ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে নিমাই বিশ্বাস ও শিবশংকর বিশ্বাস নামে দু’জনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ৷ ধৃতরাই এই বেআইনি ব্যবসা চালাত বলে পুলিশের অনুমান৷

[যুব কংগ্রেস সভাপতি নির্বাচনে হার সোমেনপুত্র রোহনের, জয়ী অধীর ঘনিষ্ঠ শাদাব]

শহরতলি সংলগ্ন সোদপুর, খড়দহ, ঘোলা, মধ্যমগ্রাম, বারাকপুর এলাকায় প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠেছে বেআইনি চোলাই মদের কারবার৷ এই মদ তৈরির কারখানা হিসাবে ব্যবহার করা হয় পরিত্যক্ত ওই এলাকার গোডাউনগুলিকে৷ সূত্রের খবর, প্রশাসনের নজর এড়াতে বড়বড় দিঘি না পানা পুকুরে মাচা করে চোলাই লুকিয়ে রাখে এর কারবারিরা৷ যার ফলে একপ্রকার নাজেহাল অবস্থা হয়েছে সেখানকার বাসিন্দাদের৷ মাঝেমধ্যেই সেখানকার বিভিন্ন এলাকায় পুলিশকে নিয়ে অভিযান করেন আবগারি দপ্তরের আধিকারিকরা৷ কিন্তু পরিস্থিতি সেই তিমিরেই থেকে যায় বলে বাসিন্দাদের অভিযোগ৷

মঙ্গলবার রাতেই নদিয়ার শান্তিপুরে বিষ মদের বলি হয়েছেন সাত জন। অসুস্থ হয়ে এখনও হাসপাতালে ভরতি অসংখ্য মানুষ। এই ঘটনায় ফের একবার গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে৷ চোলাই মদের মদের রমরমা ব্যবসা বন্ধ করতে তাঁরা ব্যর্থ বলে সেখানকার বাসিন্দাদের অভিযোগ৷ ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসনের শীর্ষ মহল৷ সাসপেন্ড করা হয়েছে তিন আবগারি অফিসার, আটজন কনস্টেবল-সহ মোট এগারো জনকে৷ পাশাপাশি, বিষ মদ খেয়ে যে সাতজনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এই পরিস্থিতি সজাগ থাকতে বলা হয়েছে রাজ্য পুলিশ, প্রশাসন ও আবগারি দপ্তরের আধিকারিকদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement