রঞ্জন মহাপাত্র, কাঁথি: খাদিকুল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে খাদিকুলের ১৫ কিলোমিটার দূরে আরও একটি বাজি কারখানার হদিশ পেলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। কারখানা ঘিরে ফেলেছে স্থানীয়রা। পলাতক মালিক।
মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল গ্রাম। বাজি কারখানা সংলগ্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল শ্রমিকদের দেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। একে অপরকে দুষছে শাসক-বিরোধী। তদন্ত শুরু করেছে সিআইডি। এগরার ঘটনার পর থেকে সেই সমস্ত এলাকার বাসিন্দারা যে আতঙ্কিত তা বলার আতঙ্ক অপেক্ষা রাখে না। কারণ, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় লুকিয়ে বেআইনি বাজি কারখানা চলছে বলে অভিযোগ এলাকারই বাসিন্দাদের। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে খাদিকুল গ্রামের বিস্ফোরণ স্থল থেকে পনেরো কিলোমিটার দূরে কামারডিহাতে একটি বাজির কারখানা ঘিরে ফেললেন গ্রামবাসীরা।
অভিযোগ, ওই কারখানার মালিকের নাম চৈতন্য মান্না। তাঁর সঙ্গে এগরা কাণ্ডের (Egra Blast) মূল অভিযুক্ত ভানু বাগের যোগ ছিল বলেই দাবি স্থানীয়দের। ওই কারখানায় প্রচুর বাজি মজুত আছে বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তবে হদিশ নেই চৈতন্য মান্নার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.