Advertisement
Advertisement

Breaking News

হরিণঘাটায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ

জানা গিয়েছে, বাড়ির মধ্যে একেবারে মুঙ্গেরের কায়দায় যন্ত্রপাতি বসিয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করা হত৷

Illegal arms factory in Haringhata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 2:42 pm
  • Updated:December 8, 2016 2:42 pm  

স্টাফ রিপোর্টার: গভীর রাতে হানা দিয়ে এক বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ৷ উদ্ধার হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর সরঞ্জাম ও যন্ত্রপাতি৷ নদিয়ার হরিণঘাটা থানার মিত্রপুরে ফজলুর তরফদারের বাড়িতে চলছিল এই কারখানা৷ অস্ত্র সমেত ফজলুরকে গ্রেফতার করেছে পুলিশ৷

সূত্রের খবর, বুধবার বড় জাগুলিয়া থেকে ইলিয়াস শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে চারটি ওয়ান শটার পিস্তল উদ্ধার করা যায়৷ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই আগ্নেয়াস্ত্রগুলি সে ফজলুরের থেকে কিনেছে৷ এর পর বুধবার গভীর রাতে মিত্রপুরে ফজলুরের বাড়িতে হানা দেয় হরিণঘাটা থানার পুলিশের একটি বিশেষ দল৷

Advertisement

জানা গিয়েছে, বাড়ির মধ্যে একেবারে মুঙ্গেরের কায়দায় যন্ত্রপাতি বসিয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করত ফজলুর৷ পুরোপুরি তৈরি সাতটি ওয়ান শটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷ এছাড়া প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ ফজলুরকে গ্রেফতার করা হয়েছে৷ নদিয়ার পুলিশ সুপার শিসরাম ধাদুরিয়া জানিয়েছেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় এই আগ্নেয়াস্ত্রগুলি পাচার করা হয় তা জানার চেষ্টা করা হবে৷” এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তাদের সন্ধানেও খোঁজ চলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement