Advertisement
Advertisement
Arms

জয়নগরে দুই কামরার ঘরেই অস্ত্র কারখানা, ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশের

উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম

Illegal arms factory found in Jainagar | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 20, 2023 12:52 pm
  • Updated:September 20, 2023 3:29 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার অস্ত্র কারখানার হদিশ মিলল জয়নগরে (Jaynagar)। অস্ত্র-সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম রহমতুল্লা শেখ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় জয়নগরে। ক্রেতা সেজে যোগাযোগ করা হয় অস্ত্র ব্যবসায়ী রহমতুল্লা শেখের সঙ্গে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল। ঠিক হয়েছিল জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোমের সামনে হবে লেনদেন। সময় ঠিক হয়, সন্ধ্যা ৬ টা। নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন জায়গায় তাঁদের ঘোরানো হয়। পুলিশ কর্মীরা ছিলেন বাইক ও অটোয়।

Advertisement

[আরও পড়ুন: শিলিগুড়িতে আড়াই বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেপ্তার গাড়িচালক]

দীর্ঘক্ষণ পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে ধরা হয়। ধৃতের বাড়ি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায়। মূলত নির্জন এলাকায় দুকামরার ঘর ও সামনে চালা থাকা বাড়িতে চলছিল অস্ত্র তৈরির কারবার। বাড়ির পিছনেই রয়েছে পুকুর। যাতে কেউ কিছু বুঝতে না পারে তাই পুকুরের ভিতরেই লুকোনো থাকত অস্ত্র। সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মিলেছে অস্ত্র তৈরির মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ।

 

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক, সীমান্তে ১৪ কোটি টাকার সোনা উদ্ধার, ধৃত ১]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement