Advertisement
Advertisement

Breaking News

অশোকনগরে অস্ত্র কারখানার হদিশ, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২

আমবাগানে অস্থায়ী ঘরে চলছিল অস্ত্র কারখানা৷

Illegal Arms factory busted in N 24 Parganas, 2 held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2018 7:28 am
  • Updated:June 13, 2022 4:13 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা: আমবাগানের ভিতরে অস্থায়ী ঘরে রমরমিয়ে চলছিল অস্ত্র কারখানা! অভিযান চালিয়ে কারখানা থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করল পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে৷

[শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর]

Advertisement

কলকাতা থেকে অশোকনগরের দূরত্ব বেশি নয়৷ চাকরি-সহ নানা প্রয়োজনে সেখান থেকে লোকাল ট্রেনে চেপে কলকাতায় নিত্য যাতায়াত করেন বহু মানুষ৷ সেই অশোকনগরে বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ৷ ৯টি আগ্নেয়াস্ত্র-সহ উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম৷ পুলিশের জালে অস্ত্র কারখানার মালিক-সহ ২ জন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অস্ত্র পাচার করার সময়ে সুদাম মজুমদার নামে এক ব্যক্তিকে ধরে ফেলে উত্তর ২৪ পরগনার জেলা পুলিশের স্পেশাল টিম৷ ধৃতকে জেরা করেই অশোকনগরের পুমিলা গ্রামের ওই অস্ত্র কারখানার কথা জানতে পারেন তদন্তকারীরা৷ পুলিশ জানিয়েছে, পুমিলা গ্রামে একটি আমবাগানে অস্থায়ী ঘর বানিয়ে অস্ত্র কারখানা চলছিল৷ অস্ত্র কারখানাটির মালিক ধৃত সুদাম৷ অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানা থেকে ৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ৷ মানিক ঘোষ নামে কারখানার এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ ওই অস্ত্র কারখানা থেকে কোথায় অস্ত্র পাচার করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

[হরিশ্চন্দ্রপুরে এখনও পুকুর কাটছেন আড়াই বছর আগে মৃত ব্যক্তি!]

বস্তুত, শুধু আশেপাশের জেলাগুলিতেই নয়, খাস কলকাতার বুকেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছ অস্ত্র কারখানা৷ মাস খানেক আগে গোপনসূত্রে খবর পেয়ে, শহরতলির সন্তোষপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছিল সিআইডি ও স্থানীয় থানার পুলিশ৷ উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র৷ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল৷

[ঘুম ভাঙেনি চালকের, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল তেভাগা এক্সপ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement