Advertisement
Advertisement
বর্ধমান স্টেশন

বর্ধমান বিপর্যয় কাণ্ডের তদন্ত করবে IIT খড়গপুর, তৈরি ৩ সদস্যের কমিটি

সোমবার ঘটনাস্থল পরিদর্শনে করবেন ইঞ্জিনিয়াররা।

IIT Kharagpur investigates on Burdwan railway station collapse
Published by: Sayani Sen
  • Posted:January 5, 2020 4:27 pm
  • Updated:January 5, 2020 4:43 pm  

সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমান স্টেশনে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে চলছে জোর চর্চা। যদিও রেলের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রেল। ঘটনার তদন্তভার আইআইটি খড়গপুরকে দিল রেল কর্তৃপক্ষ। এই দলে থাকবেন তিন সদস্য। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তাঁরা।

শনিবার রাত আটটা পাঁচ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের প্রবেশপথের একাংশ।

Advertisement

Burdwan-Station

বিপর্যয়ে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। বাকি আহত আরেকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি।

Hopna-Tudu

ঠিক কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে চলছে জোর আলোচনা। কারও কারও দাবি, রেলের উদাসীনতাতে এই দুর্ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছেন, স্টেশনের মূল প্রবেশপথ সংস্কারের কাজ চলছিল তাই সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাপনা না নেওয়ায় এই কাণ্ড ঘটল। যদিও রেলের তরফে এখনও কোনও কারণ উল্লেখ করা হয়নি। বর্ধমান স্টেশনে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে খড়গপুর আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যরাই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখবেন। সংস্কারের সময় লোহার খাঁচা না বসিয়ে কেন পিলার বসানো হল, কেনই বা স্টেশনের স্বাস্থ্যপরীক্ষা করা হল না সেসব দিক খতিয়ে দেখবেন ইঞ্জিনিয়াররা। তারপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। অনেকেরই অভিযোগ, স্টেশনে মাঝে মাঝে রং এবং টাইলস বসানোর কাজ করা হলেও কোনও ব্যবস্থা নেয়নি বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ। সেই অভিযোগ আদৌ কতটা সত্যি, তাও খতিয়ে দেখবেন তদন্ত কমিটির সদস্যরা।

[আরও পড়ুন: ‘রেলের উদাসীনতাতেই দুর্ঘটনা’, বর্ধমান স্টেশনে বিপর্যয়ে রাজ্যের দাবি খারিজ বিজেপির]

রবিবারই বর্ধমান স্টেশন পরিদর্শন করেন পূর্ব রেলের জিএম সুনীত শর্মা। দুর্ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার তদন্ত করে কীভাবে এত বড় কাণ্ড ঘটল তা খুঁজে বের করা হবে বলেও জানান জিএম।

Burdwan-Station

এদিকে, সোমবারই রেলের তরফে গঠিত তদন্ত কমিটির সদস্যরা প্রত্যক্ষদর্শীদের বয়ান নেবেন। তারপরই ঘটনা সম্পর্কে রিপোর্ট প্রকাশ করতে পারেন তাঁরা।

ছবি: মুকুলেসুর রহমান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement