Advertisement
Advertisement
এনকাউন্টার

‘ক্ষমতায় এলে অপরাধীদের এনকাউন্টার’, ফের বিস্ফোরক মন্তব্য দুই বিজেপি নেতার

দুই বিজেপি নেতার এনকাউন্টারের হুঁশিয়ারি ঘিরে উঠেছে সমালোচনার ঝড়৷

If voted to power will encounter TMC netas: Sayantan Basu
Published by: Tanujit Das
  • Posted:June 24, 2019 6:29 pm
  • Updated:June 24, 2019 6:29 pm  

টিটুন মল্লিক ও নবেন্দু ঘোষ: একদিকে সায়ন্তন বসু, অন্যদিকে রাজু বন্দ্যোপাধ্যায়৷ একই দিনে এনকাউন্টারের হুমকি দিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা৷ সোমবার বসিরহাট ও বাঁকুড়ায় পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে যোগ দিয়ে এরাজ্যে ‘উত্তরপ্রদেশ মডেল’ প্রয়োগের হুঁশিয়ারি দিলেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে সরব হলেন তাঁরা৷ আত্মবিশ্বাসের সুরে জানালেন, এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা৷

[ আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়িতে সালিশি সভায় গন্ডগোল, ছুরির আঘাতে গুরুতর জখম যুবক]

Advertisement

বিজেপি কর্মীদের উপর পুলিশ ও শাসকদলের অত্যাচারের অভিযোগ তুলে সোমবার রাজ্যজুড়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি৷ সেই কর্মসূচিতে যোগ দিতেই এদিন বসিরহাটে যান লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷ হুঁশিয়ারির সুরে তিনি জানান, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অপরাধীরা কোনও ভাবেই নিস্তার পাবে না৷ হয় তাদের গ্রেপ্তার করা হবে৷ নয়ত তারা পালানোর চেষ্টা করলে উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার করা হবে৷ এছাড়া আর কোনও রাস্তা নেই৷’’

এখানেই শেষ নয়, এদিন সন্দেশখালি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক৷ অভিযোগ করেন, সরকার চাইলেই সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে৷ কিন্তু সরকার তা করছে না৷ বরং রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটছে৷ কাটমানি ইস্যুতেও এদিন শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান সায়ন্তন বসু৷ দাবি করেন, কাটমানির ৭৫ শতাংশ টাকা কালীঘাটে পাঠান তৃণমূল নেতারা৷

[ আরও পড়ুন: বাড়ির পাশ থেকে বৃৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা ]

সোমবার দুপুরে একই হুমকির পুনরাবৃত্তি শোনা গিয়েছে বাঁকুড়ায়৷ সেখানেও ‘উত্তরপ্রদেশ মডেল’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের বিরুদ্ধে গুন্ডারাজ চালানো ও কাটমানি তোলার অভিযোগ করে তিনি জানান, ‘‘আপনারা উত্তরপ্রদেশ মডেল দেখুন৷ শুধরানোর হলে শুধরে যান৷ ক্ষমতায় এলে আমরা কিন্তু কিছু দেখব না৷ আমরা পুলিশকে বলব অপরাধীদের শাস্তি দিতে৷ প্রয়োজনে এনকাউন্টার করতে৷’’ শীর্ষ দুই বিজেপি নেতার এনকাউন্টারের হুঁশিয়ারিতে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement