Advertisement
Advertisement

আইসিএসইতে তৃতীয় স্থানে কলকাতার দুই, আইএসসিতে প্রথম ৪৯-এ বাংলার আট পড়ুয়া

প্রথম তিনে বাংলার আধিপত্য।

ICSE, ISC Board Result 2018 declared, girls outshine boys

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 9:36 pm
  • Updated:August 21, 2018 9:03 pm  

স্টাফ রিপোর্টার: সর্বভারতীয় পরীক্ষায় আবারও সেরা বাংলা। দশম এবং দ্বাদশ মানে দেশের ইংরেজি মাধ্যমের পরীক্ষায় প্রথম তিনে আধিপত্য এ রাজ্যেরই।

রেজাল্ট বলছে, আইসিএসইতে তৃতীয় স্থানে কলকাতার দুই ছাত্র-ছাত্রী। আর আইএসসি-তে? দেশের সেরার সেরা আসন বাংলার দখলে। ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়েছে পানিহাটির কন্যা। জয়জয়কার কন্যাশ্রীর। পানিহাটি সেইন্ট জেভিয়ার্সের কৌশিকি দাশগুপ্ত চৌধুরি আইএসসিতে দেশের মধ্যে সেরা। তবে একা কৌশিকি নয়, দেশের সাফল্যের নিরিখেও ছাত্রদের তুলনায় অনেকটাই এগিয়ে ছাত্রীরা। এরাজ্যও তার ব্যতিক্রম নয়। পরীক্ষায় বসার নিরিখে রাজ্যে আইসিএসইতে মেয়েদের পাসের হার ৯৮.২২ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৯৭.৩৩ শতাংশ। আইএসসিতে মেয়েদের পাসের হার ৯৭.৮২ শতাংশ অন্যদিকে ছেলেদের পাসের হার ৯৪.৫৬ শতাংশ। দিল্লি থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেও জানানো হয়েছে, “মেয়েরা ছেলেদের তুলনায় যথেষ্ট ভাল ফল করেছে।”

Advertisement

[সরকারি ডিপোতে থাকবে বেসরকারি বাসও, যানজট এড়াতে পদক্ষেপ পরিবহন দপ্তরের]

দশম মানের আইসিএসইতে দেশের সেরাদের মধ্যে দু’জন বাংলার। দু’জনই তৃতীয় হয়েছে। কলকাতা হেরিটেজ স্কুলের স্পৃহা পাণ্ডে আর আরিয়ান স্কুলের অনুরাগ বসু। দু’জনেই পেয়েছে ৯৯ শতাংশ নম্বর। অন্যদিকে আইএসসিতে সর্বোচ্চ প্রথম ছাড়াও দ্বিতীয়, তৃতীয়র মধ্যে মেরিট লিস্টে ৪৯ জন। উল্লেখযোগ্যভাবে এর মধ্যে ঠাঁই করে নিয়েছেন বাংলার আটজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

সারা ভারতের ২১৬১টি স্কুল থেকে আইসিএসই পরীক্ষায় বসেছিল ১লক্ষ ৮৩হাজার ৩৮৭ জন ছাত্রছাত্রী। অন্যদিকে ১০৩৪টি স্কুল থেকে আইএসসি পরীক্ষায় বসেছিল ৮০হাজার ৮৮০ জন ছাত্রছাত্রী। দ্য কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, সারা দেশে আইসিএসই পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৫৪.৭৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৪৫.২৭ শতাংশ। আইএসসিতে ছাত্রদের পাসের হার ৫৩.২৩ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৪৬.৭৭ শতাংশ।

[নির্বাচনের কাজে পুলিশ, শুনশান জঙ্গলমহলের একাধিক থানা]

সংখ্যার বিচারে মেয়েরা পিছনে ফেলে দিয়েছে ছেলেদের। কী দেশে কী রাজ্যে, মেয়েদের পাসের হার অনেকটাই বেশি ছেলেদের তুলনায়। আইসিএসসি এবং আইএসসি পরীক্ষায় রাজ্যের ছাত্র-ছাত্রীদের ফলাফলও অত্যন্ত ভাল। এ রাজ্য থেকে আইসিএসইতে বসেছিল ৩৩ হাজার ৯৯৮ জন। যার মধ্যে পাসের হার ৯৭.৭২ শতাংশ। অন্যদিকে আইএসসিতে বসেছিল এ রাজ্যের ২৩ হাজার ছাত্র-ছাত্রী। তার মধ্যে পাসের হার ৯৬.০৬ শতাংশ। শুধু সাধারণ ছাত্র-ছাত্রীরা নয়, রাজ্যের তফসিলি জাতি উপজাতি অন্তর্ভুক্তরাও ঈষর্ণীয় ফলাফল করেছে। তথ্য অনুযায়ী, রাজ্যের তফসিলি জাতিদের মধে এ রাজ্যে পাসের হার ৯৮.৬৯ শতাংশ। তফসিলি উপজাতিদের মধ্যে এই পাসের হার ৯৬.৯৭ শতাংশ। এ রাজ্যের কৃতীরা জানিয়েছেন, সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের মুখ উজ্জল করতে পেরে অত্যন্ত খুশি তারা। আইসিএসইতে দেশের মধ্যে প্রথম হয়েছেন স্বয়ম দাস। নবি মুম্বইয়ের সেন্ট মেরি আইসিএসই স্কুলের ছাত্র ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে। অন্যদিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জলন্ধরের জাসমিন কওর চাহাল (৯৯.২০ শতাংশ) এবং মুম্বইয়ের আনোখি অমিত মেহতা (৯৯.২০ শতাংশ)। ২০১৮ সালের আইসিএসই-র পরীক্ষা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ এপ্রিল। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ এপ্রিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement