Advertisement
Advertisement
R G Kar

আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল, বাগদার আইসিডিএস কর্মীদের তলব প্রশাসনের

কাজের পোশাক পরে প্রতিবাদ করতে বারণ করা হয়েছে বলে সিডিপিও অফিস সূত্রে খবর।

ICDS staff joins RG Kar protest, later summoned
Published by: Subhankar Patra
  • Posted:August 20, 2024 7:06 pm
  • Updated:August 20, 2024 9:17 pm

জ্য়োতি চক্রবর্তী, বনগাঁ: আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছিলেন বাগদার আইসিডিএস কর্মীরা। তার পরেই তাঁদের সিডিপিও অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কর্মীরা। এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সিডিপিও অফিস সূত্রে জানানো হয়েছে, ডিউটি টাইমে মিছিল করা হয়েছিল। এমনকী কাজের পোশাক পরেই তাঁরা প্রতিবাদ মিছিল করেছিলেন। তাই ‘ইউনিফর্ম’ পরে অন্যকিছু করতে বারণ করা হয়েছে।

বাগদা সিডিপিওর অধীনে প্রায় দেড়শো মহিলাকর্মী রয়েছে। আর জি করের পাশবিক ঘটনা তাঁদের ও নাড়িয়ে দিয়েছে। রাজ্যে তথা দেশজুড়ে আন্দোলনে শামিল হতে দোষীদের শাস্তির দাবিতে, গত ১৬ তারিখ বাগদার হেলেঞ্চার ত্রিকোণ পার্ক থেকে একটি মিছিল করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা, এবার হাওড়া ব্রিজ আটকে বিক্ষোভ বিজেপির]

অভিযোগ, সেই সময় বাগদার সিডিপিও অফিস থেকে তাঁদের ফোন করে মিছিল বন্ধ করতে বলা হয়। এবং মঙ্গলবার অফিসে ডেকে পাঠানো হয়। মহিলাদের বক্তব্য, ‘আমরা মহিলা হয়ে মহিলার জন্য আন্দোলন করেছি। আমাদের ডেকে পাঠানো হল। কেন মিছিল বন্ধ করতে বলা হল? আমাদের যাই বলুক আমরা আন্দোলন চালিয়ে যাব। মহিলা হয়ে এটা আমাদের দায়িত্ব।’

এ বিষয়ে স্থানীয় সিপিএম নেতা সুনীল কর বলেন, ‘আমরা শুনতে পেরেছি আন্দোলন করায় মহিলাদের ডেকে পাঠানো হয়েছে। আন্দোলন করায় রোষের মুখে পড়তে হচ্ছে। নিশ্চয়ই উপর থেকে নির্দেশ আছে। কিন্তু এভাবে আন্দোলন বন্ধ করা যাবে না।” এদিন সিডিপিওর অফিসে উপস্থিত ছিলেন আইসিডিএস কর্মীরা। এক কর্মী জানান, ‘শোকজ বা কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদেরকে ডিউটির সময় মিছিল করতে বারণ করা হয়েছে।’

[আরও পড়ুন: বিশ্বে দ্রুত ছড়াচ্ছে মাঙ্কিপক্স, বিমানবন্দর ও সীমান্তে সতর্কতা জারি কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement