Advertisement
Advertisement

Breaking News

Purulia

নির্মীয়মাণ কারখানাকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়া, ইটের আঘাতে মাথা ফাটল IC’র

গ্রেপ্তার কমপক্ষে ১৫ জন।

IC of Raghunathpur allegedly injured in purulia | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 23, 2024 6:30 pm
  • Updated:January 23, 2024 6:30 pm  

অমিত সিং দেও, মানবাজার: রঘুনাথপুর থানা এলাকায় নির্মাণের কাজ চলা একটি কারখানায় বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুরুলিয়ার (Purulia) মানবাজারে। বিক্ষোভকারীদের ছোড়া ইট, পাথর ও লাঠির আঘাতে জখম রঘুনাথপুর থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। বর্তমানে রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডল ভর্তি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিস পিকেট। থমথমে গোটা এলাকা।

দীর্ঘদিন ধরে রঘুনাথপুর থানা এলাকার লছমনপুর গ্রামের কাছে একটি বেসরকারি স্টিল প্রস্তুতকারক কারখানার কাজ চলছে। গতকাল অর্থাৎ সোমবার কারখানায় জমিহারা ও স্থানীয়দের কাজের দাবিতে একটি সংগঠন আন্দোলন শুরু করে। ওইদিন কারখানায় কোনও শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি। কারখানায় কোনও গাড়ি ঢুকতে ও বের হতে পারেনি। তবুও কর্তৃপক্ষ সংগঠনের সদস্যদের সঙ্গে কোনও আলোচনায় বসেনি। ফলে সংগঠনের সদস্যরা মঙ্গলবার সকালে আবার আন্দোলন শুরু করে। আন্দোলনের খবর পেয়ে রঘুনাথপুর থানার আইসি-সহ অন্যান্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে যায়। আন্দোলনকারীদের মূল গেট থেকে হাঁটিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা চলেও যায়।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]

অভিযোগ, কিছু সময় পরেই লছমনপুর গ্রামের শতাধিক পুরুষ, মহিলা লাঠি, ইট,পাথর নিয়ে কারখানার মূলগেটে যায়। পুলিশকে উদ্দেশ করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে আইসি মাটিতে পড়ে যান। এর পরও তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়। অন্যান্য পুলিশকর্মীরা আইসিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিস সুপার অম্লানকুসুম ঘোষ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায়। লছমনপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের দশটি বাড়ি থেকে প্রায় ১৫ জন পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি বাইক ও সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। কারখানার জিএম বিপুল পানিগিরি বলেন, “সম্পূর্ণ অনৈতিকভাবে কয়েকজন গেট বন্ধ করে আন্দোলন করছিল। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে।

এপ্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, “কারখানায় লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিক্ষোভকারীদের ছোড়া ইঁট, পাটকেলে আইসি-সহ বেস কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement