অর্ণব দাস, বারাকপুর: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় কড়া পদক্ষেপ। সাসপেন্ড দত্তপুকুরের আইসি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস।
গত মে মাসে এগরার খাদিকূলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। প্রাণ হারান ১০ জনেরও বেশি। ওই ভয়ংকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাস্টার তৈরি করে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি তৈরির কারখানা খোলা হবে বলেই জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে যদি কেউ বেআইনি বাজি কারখানা খোলে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছিলেন।
তা সত্ত্বেও ফের এগরা কাণ্ডের পুনরাবৃত্তি। ঠিক সাড়ে তিন মাস পর খাদিকূলের ‘অ্যাকশন রিপ্লে’। আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। দত্তপুকুরে প্রাণ গিয়েছে ৯ জনের। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে দেহ। বিস্ফোরণের তীব্রতায় গুঁড়িয়ে গিয়েছে দোতলা বাড়ি।
আর এই ঘটনায় কাঠগড়ায় পুলিশ-প্রশাসন। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও বেআইনি বাজি কারখানা বন্ধে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। পরিবর্তে বেআইনি বাজি কারখানা কর্তৃপক্ষের কাছে তোলাবাজি করত তারা। এই অভিযোগ খতিয়ে দেখার পরই সাসপেন্ড দত্তপুকুর থানার আইসি। ক্লোজের পর সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরা। তাঁদের দু’জনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। নীলগঞ্জ ফাঁড়ির নতুন ওসি সঞ্জয় বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.