দিব্যেন্দু মজুমদার, হুগলি: ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। খুনের প্রতিবাদে রবিবার ১২ ঘণ্টা বনধ পালিত হচ্ছে ব্যান্ডেলে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বদলি করে দেওয়া হল চুঁচুড়া থানার আইসি নিরুপম ঘোষকে। যদিও তাঁর দায়িত্ব কে পাচ্ছেন, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত শনিবার। এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তৃণমূল নেতা দিলীপ রাম। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মাথার পিছনে গুলি লাগে তাঁর। গুলির শব্দে আশেপাশের লোকজন যখন ছুটে যেতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর গুরুতর জখম অবস্থায় স্থানীয়রাই ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে কলকাতা নিয়ে আসার পথে শ্রীরামপুরের কাছে মৃত্যু হয় দিলীপ রামের। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। খুনের ঘটনার সিআইডি তদন্তের দাবি করেন মৃতের স্ত্রী ও দলীয় কর্মীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। নিহতের গতিবিধির উপর নজর রাখছিল আততায়ীরা। এমনকী, ঘটনাস্থলে রেইকিও করে গিয়েছিল তারা। ঘটনার সঙ্গে ভিনরাজ্যের যোগও পায় পুলিশ। জানা গিয়েছে, কয়েকদিন আগেই ঝাড়খণ্ড থেকে ফোনে খুনে হুমকি দেওয়া হয়েছিল দিলীপ রামকে।
তৃণমূল নেতার খুনের প্রতিবাদে রবিবার ব্যান্ডেলে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় তৃণমূল। সকাল থেকেই থমথমে এলাকা। এরই মাঝে রবিবার বিকেলে ফের বোমাবাজি হয় চুঁচুড়ায়। হুগলি ঘাট স্টেশন চত্বরে কৌটবোমা ফাটানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বনধের দিন প্রকাশ্যে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রসঙ্গত, তৃণমূল নেতা খুনের ঘটনার জেরে ইতিমধ্যেই চুঁচুড়া থানার আইসিকে বদলির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, বুধবার দায়িত্ব নেবেন নতুন আইসি। প্রসঙ্গত, দ্রুতই অভিযুক্তরা শাস্তি পাবেন বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.