Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

‘আমিই বাড়ি করে দেব’, আবাস যোজনা বিক্ষোভ নিয়ে বাসন্তীতে প্রতিশ্রুতি ‘মহাগুরু’র

'উনি বিজেপির শেখানো চিত্রনাট্য বলছেন', কটাক্ষ কুণাল ঘোষের।

'I will make house for you, no need to ask TMC', Mithun Chakraborty assures people at Basanti
Published by: Sucheta Sengupta
  • Posted:January 18, 2023 4:32 pm
  • Updated:January 18, 2023 7:06 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতিকে রাজনৈতিক হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি (BJP)। তা নিয়ে বিজেপি নেতারা সকলে এনিয়ে সরব। চলছে প্রতিবাদ সভা, মিছিল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রতিবাদ সভায় যোগ দেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির তারকা নেতা নিজেকেই কার্যত বড় করে তুললেন। বললেন, ”তৃণমূলের কাউকে বলতে হবে না, ভোটে বিজেপি জিতলে আমিই আপনাদের পাকা বাড়ি করে দেব।” তাঁর এহেন প্রতিশ্রুতিতে যথারীতি আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। দলের উপরও আস্থা নয়, একেবারে নিজের ইমেজকেই সর্বেসর্বা করে জনতার কাছে নিজেকে উপস্থাপিত করলেন মহাগুরু।

বাসন্তীর সোনাখালিতে প্রতিবাদ সভায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। বুধবার সেখানে পৌঁছে মহাগুরু প্রথমে দলের এক কর্মীর বাড়িতে যান। বিদিশা স্বর্ণকার নামে দলীয় কর্মীর বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ (Lunch)। মেনুতে ছিল ভাত, ডাল, মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, চাটনি, মিষ্টি। ‘মহাগুরু’কে খাইয়ে মহা আনন্দিত দলের ওই কর্মী।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, গণনা ২ মার্চ]

এরপর দুপুরেই এলাকার বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ শুরু করেন তিনি। সঙ্গী সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। অনেকেই আবাস যোজনা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান। তা শুনেই মহাগুরু বলেন, ‘‘যদি না মরে যাই, যাঁদের যাঁদের কাঁচা বাড়ি আছে, তাঁদের পাকা বাড়ি আমিই করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই হবে। তার জন্য কাউকে বিজেপি হতে হবে না। আপনি তৃণমূলের হলেও পাবেন, কংগ্রেস হলেও পাবেন। কোনও নেতার ঘনিষ্ঠও হতে হবে না। আর তৃণমূলের কাউকে বলার দরকার নেই।’’

[আরও পড়ুন: ৬ মাসে আগে আত্মঘাতী তরুণ-তরুণী, সেই যুগলের মূর্তি বানিয়ে বিয়ে দিল পরিবার]

এরপর গাড়ি নিয়ে রোড শো শুরু করেন মিঠুন চক্রবর্তী। প্রতিবাদ মিছিলে শামিল হন প্রচুর কর্মী, সমর্থক। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘সন্ত্রাসমুক্ত পরিবেশে পঞ্চায়েতে ভোট হলে গ্যারান্টি দিয়ে বলছি, আমরা ৭০ শতাংশ ভোট পাব।’’ এড়িয়ে গেলেন ‘প্রজাপতি’ বিতর্ক। বললেন, ”রাজনীতির জায়গায় সিনেমা নিয়ে কিছু বলব না।” 

মিঠুন চক্রবর্তীর এই প্রতিশ্রুতির প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতিতে একেবারে ঘোষিত দলবদলু। স্ক্রিপট ছাড়া কিছু করতে বা বলতে পারেন না। উনি এখন বিজেপির সাজানো চিত্রনাট্য পড়ছেন।”

দেখুন ভিডিও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement